আমাদের কথা খুঁজে নিন

   

আমার একা ঘরের খোঁজ

-তুমি এখন কোথায়? -জানিনা! -তোমার ঘরে কে? -আমি ... -এসো, আমরা কথা বলি, করি রাত পাড়। -কথা? -হ্ম ... কেমন আছো? -ঘরকে প্রশ্ন কর ... এই ঘর জানে আমার সবটা যেটুকু আমিও জানিনা! -ঘর কি বলবে আমায় জানতে যা চাই? -না, ঘর বলতে পারেনা, ওর বুকে কান পাতো শোনো আর বুঝে নাও, শীতলতা, নিরবতা। -কিন্তু আমি যে জানতে শুধু চাই, তুমি কেমন আছো? কি তুমি ভাবছ, কেমন করে কাটছে তোমার বেলা! -তোমাকে আমি কিচ্ছু বলব না ... যে রাখেনা আমার একা ঘরের খোঁজ- যে কিনা আমার জন্যে জেগে থাকে অহর্নিশি তুমি যে বোঝনা তাকেই! শুক্রবার, ৪ নভেম্বর, ২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।