আমাদের কথা খুঁজে নিন

   

এই তাহলে জাগো'র আসল রূপ!!!

হারিয়ে যাই অকস্মাৎ.. https://facebook.com/tanim.misbahul গত কয়েকদিন ধরে দেখতেসি "জাগো"র কর্মকান্ড নিয়ে ব্লগ, ফেসবুক পুরাই উত্তপ্ত। যাইহোক জাগো'র পক্ষে বিপক্ষে অনেকে অনেক কথাই বললেও আমার কাছে কোনভাবেই ভলান্টিয়ারদের পোশাক, ব্যাক্তিগত ছবি ইত্যাদি নিয়ে জাগো কে প্রশ্নবিদ্ধ করা টা উচিত মনে হয়নি। বরং প্রশ্নটা জাগো'র অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে তোলা টা অধিক যুক্তিসঙ্গত ছিল। জাগো যে ধান্দাবাজ এইটা তো আগেই জানতাম, নতুন কিছু না। ওদের টাকা-পয়সার স্বচ্ছতার ব্যাপারে আগেই সন্দেহ ছিল সবার।

কিন্তু আজকে যে ঘটনা শুনলাম তাতে পুরাই স্তব্ধ আমি। যারা জাগো'র ওয়ালে, ব্লগে, বিভিন্ন সামাজিক পেইজে জাগো'র নীতির সাথে তাদের কাজকর্মের অসামঞ্জস্যতা নিয়ে কথা বলা শুরু করেছিলো তাদের নাকি জাগো হুমকি, মামলার ভয়, লোভ ইত্যাদি দেখিয়ে কথা ফিরিয়ে নেবার জন্য চাপ দিচ্ছে যেখানে ওইসব অসামঞ্জস্যতার যুক্তিপুর্ণ ব্যাখ্যা দেয়াটাই উচিত ছিল। এনজিওতে সার্ভিস করার খাতিরে স্বচক্ষে দেখেছি এনজিওরা কিভাবে সমাজ ও রাষ্ট্রপরিপন্থী কাজ করে। ওই হিসাবে জাগো'র এইটা কোন অপরাধই না। কিন্তু এই মুহুর্তে জাগো কে আর ১০ টা সংস্থার কাতারে ফেললে চলবে না।

স্কুল কলেজের অনেক অবুঝ ছেলেমেয়ে সরল বিশ্বাসে এই সংস্থার সাথে জড়িয়ে গিয়েছে। তাদের চোখে জাগো মানেই বিশাল কিছু, জাগো মানেই সমাজ-দরদী অবতার। এখন জাগো'র এইসব কাজ, এইসব চোরামি-ভণ্ডামি কিন্তু এই ছেলেমেয়েদের মানসিকতা নষ্ট করার জন্য যথেষ্ট। অনেক ছেলেমেয়ে দেখসি যে বাসার ভয়ে বাইরে আধাঘণ্টাও থাকতে পারে না কিন্তু জাগোর এই কাজে তারা বাসা-সমাজ কিছুই কেয়ার করেনি। অনেকে ক্লাস ফাকি দিসে, অনেকে জরুরী কাজ বাদ দিয়ে এসে এই কাজে অংশ নিয়েছে।

তাদের এই উৎসাহের প্রতি স্যালুট। কিন্তু জাগো'র ক্রমাগত দুর্নীতি আর অস্বচ্ছতায় কয়দিন এই উৎসাহ টিকবে বলা মুশকিল। অনেকেই দেখলাম জাগোর ব্যাপারে তাদের কথা নিয়ে দ্বিধায় পড়ে গেছে। আমার কথা হল কি পরিমান ধান্দাবাজির প্ল্যান থাকলে একটা সংস্থা নিন্দুকের মুখ বন্ধ করার জন্য এইভাবে দুর্নীতির আশ্রয় নিতে পারে.. তথ্যসুত্র শিওর না তবে অনেকবারই শুনেছি যে "জাগো" টাইটেলে যে চলচিত্রটি বেরিয়েছিল (ফুটবল খেলা নিয়ে স্টোরি), তা নাকি এই সংস্থারই প্রোপাগান্ডা পলিসির ফসল। মুভিটির অর্থায়ন ও নাকি এই সংস্থাটিই করেছে বেনামে।

তাতে লাভটা কি তা এই ব্লগে অনেক বুদ্ধিমান ব্যক্তিরাই বলতে পারবেন। জাগো'র মত এইসব সংস্থার জন্য অনেক মানুষের নীতি, চিন্তাধারা নষ্ট হচ্ছে দিন দিন। একটা উদাহারন দেই.. গত বছর শীতে আড্ডা দিতে দিতে কয়েক বন্ধু মিলে ঠিক করলাম যে সবাই চাদাঁ দিয়ে কয়জন গরীব মানুষকে গরম কাপড় কিনে দিব। কিন্তু কয়েক বন্ধু দেখি এর ভিতরেও ধান্দা করতে চাইলো। পরে চাদাঁ বাদ দিয়ে পুরনো কাপড় কালেক্ট করে রাতভর মানুষরে দিলাম।

পরে বন্ধুরা ঠিক করলাম যে সবাই মিলে চাদাঁ তুলে কোন গরীব ছেলেকে স্কুলে ভর্তি করব, তার সম্পুর্ন পড়াশুনার দায়িত্ব নিব। ইয়া খোদা!! এর মধ্যেও ধান্দা খুজল কয়জন। কিছু বলতে গেলে জাগো'র উদাহারন দিল। বলে যে জাগোতে অমুক ভাই এত টাকা কামায়, তমুক মামা এত কামায়। শেষে মেজাজ খারাপ করে ঠিক করলাম যে এইসব বাদ, বইসা বইসা আড্ডা পিটাই তাই ভালো।

আমার কথা হলো জাগো যেভাবে খুশি তাদের কর্মকান্ড পরিচালনা করে করুক। তবে স্বচ্ছতা থাকা উচিত। জাগো'র পেইজে ঘুরে আসলাম। ওদের ভলান্টিয়ার নাকি টোটাল ৭০০০!! আর এরা নাকি প্রতি মাসে চাদাঁও দেয়। ভালো কথা।

৫০০ টাকা করে দিলে প্রতি মাসে টোটাল চাদাঁ আসে ৩৫ লাখ টাকা। আলহামদুলিল্লাহ!! এই টাকা দিয়ে কয়টা স্কুল করা যায় তা আমার চেয়ে আপনারাই ভালো বলতে পারবেন। এ আবার প্রতি মাসের কথা। আরেক সুত্রে জানলাম যে এই চাঁদা নাকি ১৫০। তাও তো প্রতি মাসে সাড়ে ১০ লাখ তাকা আসে।

কিন্তু এরা নাকি গত ৪-৫ বছরে মাত্র ৩ টা না ৪ টা স্কুল করসে। এর মধ্যে আমি জানি একটার খবর। বাকিগুলা সত্যতা সম্পর্কে তাদের ভলান্টিয়াররাও শিওর না। আর একটা ট্রেনিং সেন্টার বানাইসিলো ছাত্রদের বাবা মা যারা বেকার তাদের জন্য, যেটা এখন একটা লাভজনক ফ্যাশন হাউস। আর কর্পোরেট ফান্ডিং তো বাদই দিলাম।

এখানে আর এখানে গেলেই দেখতে পাবেন তাদের পার্টনার আর স্পন্সরদের ঠিকুজি অ্যান্ড কুলুজি। আবার ব্যাকআপে আছে অ্যামেরিকান এমব্যাসি। ফান্ডের তো এত অভাব থাকার কথা না যে ছেলেমেয়েদের পথে নামাতে হবে ফান্ড-রাইজিং এর জন্য। আবার যে পরিমান স্পন্সর আর পার্টনার দেখলাম সে তুলনায় তাদের প্রজেক্ট কই?? হয়তো অনেকে ভাববেন যে এত এত ধান্দাবাজ সংস্থা ফেলে জাগো'র পিছনে লাগলাম কেন। আগেই তো বলেছি এদের সাথে কাউকে মেলালে চলবে না।

এদের বিন্দুমাত্র অসততাই ৭০০০ ভলান্টিয়ারের পরিশ্রমকে কলুষিত করার জন্য যথেষ্ট। যারা এই ভলান্টিয়ারদের পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে আজেবাজে কথা বলছেন তাদের প্রতি ধিক্কার তথা এই স্বেচ্ছাসেবকদের প্রতি আবারও স্যালুট। তবে জাগো'র উচিত এদের লোক দেখানো অর্থহীন কাজে না জড়িয়ে সত্যিকারের সেবার সুযোগ দেয়া পাশাপাশি নিজেদের অনৈতিক কাজ থেকে দূরে রাখা। নতুন তথ্যঃ জাগো'র প্রতিষ্ঠাতা নাকি স্বনামধন্য এক পলিটিশিয়ানের ছেলে। জাগো'র ভাবমুর্তি কাজে লাগিয়ে অলরেডি নাকি পলিটিক্সে পদধুলি দেওয়া শুরু হয়ে গেছে।

এই পোস্টটি পড়লাম। এখানেও লেখক কিছু ভাল পয়েন্ট ধরেছেন। জাগো'র সাথে অ্যামেরিকান সরকারের সখ্যতা আসলেই চিন্তার ব্যাপার, যেখানে তেল-গ্যাস নিয়ে বর্তমানে বাংলাদেশ ও এদেশের তেল-গ্যাস রপ্তানিবিরোধী তরুনসমাজ তাদের চক্ষুশূল। পাশাপাশি এটা ভুললে চলবে না যে জাগো'র হাতে এখন তরুন প্রজন্মের একাংশ। হয়তো সন্দেহ ভুল আমাদের সবার, কিন্তু সাবধানের তো আর মার নেই।

ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেই বা কয়জন সন্দেহের চোখে দেখেছিল, তাদের ইতিহাস তো সবারই জানা। (কোন তথ্যে ভুল থাকলে তা ধরিয়ে দেবার জন্য ও নতুন তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ থাকলো সবার প্রতি) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।