আমাদের কথা খুঁজে নিন

   

আমার খুব পছন্দের একজন Actor 'Adam Sandler' এবং অভিনীত প্রিয় ১৮টি মুভি

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। মনে হয় না এর থেকে বেশী কিছু চাওয়ার আছে। Adam Sandler (পুরো নাম Adam Richard Sandler) এর জন্ম Sep 6, 1966। বর্তমানে যিনি হলিওডের খুব বিখ্যাত কিছু কমেডি Actor-দের মধ্যে একজন। শুধু Actor শব্দটির মধ্যে তার পরিচয় সীমাবদ্ধ নেই।

তিনি হলিওডের খুব বিখ্যাত Comedian-দের মধ্যে একজন এবং একই সাথে একজন সফল Producer এবং একজন প্রতিভাবান Screenwriter। ১৯৯৯ সালে তিনি তার প্রযোজনা সংস্হা ‘Happy Madison Production’ নিয়ে আত্মপ্রকাশ করেন এবং এখানেও তিনি সফলতা অর্জন করেন। Adam Sandler এর মুভিগুলোর জন্য কিন্তু নিয়মিত দর্শকদের পাশাপাশি বেশ সংখ্যক আলাদা দর্শক আছে, যাদেরকে উনার Hardcore Fan বলা যায় (আমি নিজেও) । অনেকের মনে হতে পারে যে Adam Sandler এর মুভিগুলো কি তাহলে আলাদা কিছু ? না, Adam Sandler এর মুভিগুলো আলাদা কিছু নয়। তার মুভিগুলো হলো নির্মল আনন্দের।

তার মুভিগুলোতে একদম সিরিয়াস কোন বিষয় নেই বললেই চলে। শুধু মানুষদেরকে আনন্দ দেবার জন্যই মুভিগুলো নির্মিত। মন খারাপ অথবা আনন্দ নিয়ে কি কিছু সময় কাটাতে চান ? তাহলে আমি বলবো Adam Sandler এর মুভি দেখুন। কিছুক্ষন পরেই মন ভালো হয়ে যাবে। আমি বলতে গেলে Adam Sandler এর খুব বড় একজন ভক্ত এবং উনার সবগুলো মুভিই আমি দেখেছি।

শুধু আমি না আমার মতো বিশ্বে উনার আরো কোটি কোটি ভক্ত রয়েছে যারা প্রতিবছর Adam Sandler এর মুভির জন্য অপেক্ষা করে থাকে। আমি এখানে Adam Sandler অভিনীত বেশ কিছু ভাল ও বিখ্যাত মুভির মিনি রিভিউ দিলাম। দেখে ফেলুন। আশা করি খারাপ লাগবে না। Billy Madison (1995) Billy Madison আমেরিকার একজন খুব বড়লোকের একমাত্র ছেলে।

কিন্তু মানুষিকভাবে কিছুটা ভারসাম্যহীন। বড় হলেও তার মানসিকতা একজন ১৫/১৬ বয়সের ছেলেদের মতো। কিন্তু বাবার বিরাট কোম্পানীর দায়িত্ব নেবার জন্য সে নিজেকে যোগ্য করতে বাচ্চাদের স্কুলে ভর্তি হয়। সেখানে আবার এক টিচারের সাথে পরিচিত হয় যাকে সে ভালোবেসেও ফেলে। এরপর নানা মজার ঘটনা দিয়ে মুভিটি এগিয়ে যায়।

Happy Gilmore (1996) Happy Gilmore একজন যুবক। একজন ব্যর্থ যুবকই বলা যায়। তার রাগী মনের জন্য সে একে একে তার গার্লফেন্ড, চাকরী এবং বাড়ি হারায়। নিজের দাদী ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। সেই দাদীকে যখন বাড়ি হারিয়ে Old-Home-এ থাকতে হয়, তখন তার মন খুব খারাপই হয়ে যায়।

প্রতিজ্ঞা করে যেভাবেই হোক বাড়ি সে ফেরত নিবেই। কিন্তু সেজন্য দরকার অনেক টাকা। বলতে ভুলে গেছি Gilmore-এর আবার Golf খেলায় রয়েছে অসাধারন প্রতিভা। তো সে একজন কোচকে নিয়ে বেরিয়ে যায় সঠিক নিয়মে খেলাটি শিখে এবং Golf Tournament থেকে প্রাইজমানি জিতে তার দাদীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। The Wedding Singer (1998) Robbie হলো একজন Wedding singer এবং Julia হলো একজন Waitress।

দুজনেই আলাদা আলাদা দুজনের সাথে Engaged হয়ে আছে। ঘটনাক্রমে Robbie and Julia এর পরিচয় হয় এবং দুজন খুব ভালো বন্ধু হয়ে উঠে। কিন্তু একসময় তারা বুঝতে পারে তারা আসলে একে অপরকে পছন্দ করে। খুব সুন্দর একটি রোমান্টিক-কমেডি মুভি এটি। The Waterboy (1998) Bobby একজন নিরীহ-গোবেচারা কলেজ স্টুডেন্ট।

মানুষের সাথে তার মা তাকে তেমন মিশতে দেয় না। সে আবার কলেজের Waterboy। তো একদিন কলেজের রাগবী খেলায় পানি দিতে গিলে রাগবীর কোচ আবিষ্কার করেন যে, রাগবী খেলায় Bobby এর রয়েছে অসাধারণ স্কীল ও ট্যাকল করার ক্ষমতা। কোচ তাকে নিতে চায় তার দলে। কিন্তু Bobby-এর মা যে কিছুতেই রাজি না।

শুরু হয় Bobbyএর জীবনের নতুন অধ্যায়। মা থেকে লুকিয়ে সে খেলতে থাকে রাগবী। Big Daddy (1999) Sonny Koufax এর বয়স ৩২ । সে একটি আইন বিদ্যালয়ের স্নাতক। সে ম্যানহাটনে একটি ভাল বাসায় থাকে।

মাত্র একটি সমস্যা তার। সে কোন কাজই করতে চায় না। বর্তমানে সে চলছে একটি Investment থেকে যা সে একটি Meager lawsuit-থেকে একবছর আগের ফলাফলে জিতেছিলো। এতে বিরক্ত হয়ে তার গার্লফেন্ড তাকে ছেড়ে চলে যায়। এরপর সবার কাছে Sonny নিজের maturity দেখানোর জন্য ৫বছরের একটি ছেলে দত্তক নেয়।

কিন্তু সব পরিকল্পনা অনুযায়ী যায় না এবং কিছু ঘটনার ফলে Sonny তার জীবন নিয়ে নতুন করে চিন্তা করতে শুরু করে। Punch-Drunk Love (2002) Barry একজন ক্ষুদ্র ব্যবসায়ী। কিন্তু সে কখনোই মেয়েদের সামনে স্বস্তি পায়না ও তার বোনরা তাকে এ নিয়ে সবসময় ক্ষেপায়। এইসব কারণেই এখন পর্যন্ত তার জীবনে কোন ভালবাসা আসে নি। কিন্তু একদিন সে একজন রহস্যময় মহিলার সন্ধান পায়।

যার ফলে তার জীবনের ভালবাসার অধ্যায় শুরু হয়ে যায়। এই মুভিটিতে কমেডি কিছুটা কম। এটি মূলত ড্রামা মুভি। Mr. Deeds (2002) Deeds একটি ছোট শহরের সহজ-সরল মানুষ। কিন্তু একদিন তার জীবন হঠাৎ করে বদলে যায় যখন তার একজন চাচা মারা যাবার পর তাকে তার বিপুল সম্পত্তির উত্তরাধিকারী করে যায়।

Deeds শহরেও আসে। কিন্তু শহরের জীবনের সাথে সে নিজেকে মানিয়ে নিতে পারে না। একসময় সে প্রেমেও পড়ে কিন্তু পরে আবিষ্কার করে এই বড় শহর আসলে শুধু টাকাই চিনে। এখানে টাকা ছাড়া মানুষের আর কোন পরিচয় নেই। ফিরে যায় সে তার ছোট শহরে।

Anger Management (2003) Dave একজন মধ্যবয়স্ক চাকুরীজীবি মানুষ। কিন্তু যখন দেখে তার বস তার সব কাজের credit নিজের করে নিচ্ছে তখন সে খুব আপসেট হয়ে পড়ে। তো একদিন প্লেনে কোথাও যাবার সময় একজন আধপাগল ‘Anger management therapy specialist’ Dr. Buddy-এর সাথে তার দেখা হয়ে যায়। কিন্তু দুর্ভ্যাগ্যক্রমে কিছু ঘটনার জন্য সে বাধ্য হয় Dr. Buddyএর Anger management course এ ভর্তি হতে। সে ভেবেছিলো ‘এটা তো কিছুদিনের ব্যাপার’।

কিন্তু আধপাগল Dr. Buddy তার জীবন একেবারে দুর্বিসহ করে তোলে। 50 first dates (2004) এই মুভিটি মনে হয় কারো কাছে অপরিচিত নয়। Henry একজন সুখি মানুষ। একটি Zooতে সে কাজ করে। ঘটনাক্রমে সে একদিন পরিচিত হয় Lucy এর সাথে।

চমৎকার একটি দিন সে কাটায় Lucyএর সাথে। কিন্তু পরদিন সে দেখে Lucy তাকে চিনতেই পারছে না। জানতে পারে Lucy ‘short-term memory loss’ এ আক্রান্ত। Lucy একদিন পরেই সব ভুলে যায়। কিন্তু Henry বুঝতে পারে Lucyকে ছাড়া তার জীবনের কোন মানেই নেই।

তাই সে প্রতিদিন একজন নতুন মানুষ হিসেবে Lucy জীবনে জড়িয়ে পড়তে থাকে। Spanglish (2004) John একজন বিবাহিত মানুষ। পেশায় সে একজন শেফ এবং স্ত্রী-সন্তান নিয়ে তার সংসার। একদিন তাদের ঘরে Mexico থেকে আগত একজন মা Housekeeper হিসেবে আসে। সাথে আসে তার ছোট মেয়ে।

এরপরই কিছু ঘটনার কারণে John এর জীবন বদলে যেতে শুরু করে। The Longest Yard (2005) Paul একজন সাবেক বিখ্যাত রাগবী খেলোয়াড়। এক ঘটনার কারণে তাকে জেলে বন্দী হতে হয়। সেখানে জেলারের কথায় সে বাধ্য হয় জেলের বন্দীদের রাগবী শেখাতে। যারা খেলবে জেলের গার্ডদের বিপক্ষে।

প্রথমে রাজী না হলেও পরে সে এটি উপভোগ করতে থাকে এবং সিরিয়াসলি আসামীদের নিয়ে রাগবী খেলার প্র্যাকটিস করতে থাকে। কিন্তু এরপর জেলারের বেইমানী, জেলে নিজের ঘনিষ্ঠ বন্ধুর হত্যা এবং নানা বাধার মধ্যে সে পড়তে থাকে। কিন্তু মনে বল রেখে Paul ও জেলের বন্দীরা এর জবাব খেলার মাঠে দেবার জন্য প্র্যাকটিস চালিয়ে যেতে থাকে। অবশেষে আসে সেই জবাব দেবার দিন। Click (2006) Michael একজন কাজপাগল মানুষ।

সে একটি ভাল চাকরী করে এবং তার রয়েছে একটি সুন্দর-সুখী পরিবার। কিন্তু একদিন সে একটি ‘Remote’ পায় যা জীবনের সময় এগিয়ে নিতে পারে, আবার পিছিয়ে নিতেও পারে, আবার সময় বন্ধ করেও দিতে পারে। জীবনের আরো নানা কাজ এটির এক Click সোজা করে দেয়। এটি ব্যবহার করে সে জীবনে সফলতা পেতে থাকে। কিন্তু একসময় সে দেখে সফলতা পেলেও ‘Remote’টি তার জীবনকে ছোট করে ফেলছে এবং এটি তার অগোচরেই অনেক কাজ করে ফেলছে যা তার জীবনকে দুর্বিষহ করে দেয় এবং সে তার পরিবারের সবাইকে হারিয়ে ফেলে।

সে বুঝতে পারে জীবনে আসলে আপনজনেরাই সব ও জীবনটা হলো আনন্দের। I Now Pronounce You Chuck & Larry (2007) Larry and Chuck দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু । Larryএর পরিবারে রয়েছে দুটি ছোট ছেলেমেয়ে। কিন্তু Larry তার সন্তানদের ভবিষ্যত নিয়ে কিছুটা চিন্তিত। যদি সে হঠাৎ করে মারা যায় ? তাহলে তার সন্তাদের কি হবে ? সে জীবনে শুধু তার বন্ধুকেই বিশ্বাস করে।

একসময় Larry জানতে পারে সরকার Gay couple দের জন্য বেশ কিছু সুবিধা দিচ্ছে, যা পেলে তার সন্তারদের ভবিষ্যত Secure হয়ে থাকছে। সে অনেক কষ্টে তার বন্ধু Chuckকে রাজি করায় Gay marriage এর নাটক করার জন্য, যাতে সে সেই অর্থ ও সুবিধা পেতে পারে এবং তার কিছু হলে তার ছেলেমেয়েদের দায়িত্ব যাতে সহজেই Chuck পেতে পারে। Playboy Chuck অনেক কষ্টে রাজি হলো। এরপর নানা মজার নাটক ঘটতে থাকে তাদের বিয়েকে নিয়ে। You Don't Mess with the Zohan (2008) Zohan ইসরাইলের একজন সিক্রেট এজেন্ট।

এক ঘটনার কারণে সে তার মৃত্যুর নাটক বানিয়ে পরিচয় বদল করে New York শহরে আসে। এখানে এসে সে তার ছোটবেলার স্বপ্ন Hair Dresser হবার জন্য একটি মুসলিম সেলুনে চাকরী নেই। একসময় তার বসকে তার ভাল লেগে যায় এবং নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখে সে। কিন্তু অতীত আবার তার সামনে এসে হাজির হয়। Bedtime Stories (2008) Skeeter একটি হোটেলে চাকরী করে।

যেটির মালিক পূর্বে তার পরিবার ছিল। তার স্বপ্ন একদিন সে এই হোটেলটিতে খুব বড় চাকরী নিবে। কিন্তু জীবনে আমরা যা চাই সবসময় তা ঘটে না। একদিন সে আবিষ্কার করে সে শোবার আগে তার বোনের সন্তানদের যেই গল্প শোনায় পরদিন সেটিই সত্যি হয়ে যায়। এরপরই সে এটিকে তার জীবনে সফলতা আনার জন্য চেষ্টা করতে থাকে।

এটি একাবারেই একটি Family comedy মুভি। Funny People (2009) George আমেরিকার খুব বিখ্যাত একজন কমেডিয়ান। কিন্তু একদিন সে জানতে পারে তার জীবনের আয়ু আর বেশিদিন নেই। জীবনের মানেই তার কাছে বদলে যায়। এরপর সে ভাবে মারা জাবার আগে নিজের ব্যর্থ প্রেমকে একবার হলেও সফল করে যেতে।

কিন্তু জানতে পারে তার সেই প্রেমিকার বিয়ে হয়ে গেছে এবং তার একটি সুখী পরিবারও আছে। কিন্তু তারপরও সে কারো কথা না শুনে নিজের প্রেমিকার কাছে যায়। Grown Ups (2010) পাচজন খুব ঘনিষ্ঠ বন্ধু Reunion করতে পরিবারসহ খুব সুন্দর জায়গায় আসে। এখানে এসে তারা ভুলে যেতে থাকে যে তারা বড় হয়ে গেছে। সবাই মিলে নিজের অতীতে ফিরে যায় এবং নানা হাস্যরকম কান্ড করতে থাকে।

তাদের পরিবারের সবাইও একসময় তাদের সাথে জড়িয়ে যায় এবং সবাই মিলে একসাথে জীবন উপভোগ করতে থাকে। Just Go with It (2011) Danny একজন খুব বিখ্যাত Plastic Surgeon এবং Katherine হলো তার Assistance। Danny পছন্দ করে Palmer নামের একটি মেয়েকে। একদিন ভুলে Danny Palmerকে বলে ফেলে তার আগে বিয়ে হয়েছিলো এবং তার সন্তানও আছে। যা পুরোপুরি মিথ্যা।

কিন্তু সে সত্য বলারও সাহস পায় না। Palmer তার আগের স্ত্রী-সন্তানদের সাথে দেখা করতে চায়। তো অনেক বলেকয়ে Katherine এবং তার ছেলেমেয়েকে নিজের স্ত্রী-সন্তান বলে পরিচয় করে সবাই মিলে Hawaii ঘুরতে বেরিয়ে যায়। সেখানে গিয়ে Danny and Katherine বুঝতে পারে তারা আসলে মনে মনে একে অপরকে অনেকদিন ধরে ভালোবাসে। উপরের সব মুভিগুলোই কমেডি।

শুধু Punch-Drunk Love ড্রামা মুভি। সবাইকে একটা জিনিস আবারও বলে খুব বেশি কিছু আশা করে মুভিগুলো দেখতে বসবেন না। যারা কমেডি মুভি পছন্দ করেন এবং কিছুটা সময় নির্মল আনন্দের মাঝে কাটাতে চান শুধু তারাই দেখবেন। তাহলে ভালো লাগবে। অনেক লিখে ফেললাম।

আপনার ভাল লাগলে মতামত জানাবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।