আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া: জয় জনতার জয়!

ভালো লেখা লিখতে চাই। সমস্যা হল ভালোর সংজ্ঞা নিয়ে। দেখা যাক......... উঠলো কেমন ঝড়, ্প্রতিবাদী আম জনতা হলো ভয়ংকর! যাদের দিলি গাল, তারাই ধরে পাল। সবাই হলো এক, আসছে ছুটে দ্যাখ! অত্যাচারীর ভাগ্য এখন নিজের হাতেই ল্যাখ? বাহ বাহ বাহ! হাতি কেমন উল্টে গেলো লাগছে দারুণ, আহ! ওরে বাঁদর, ঐ! দম্ভ গেলো কৈ? আর গলাবি নাক? মুখ লুকিয়ে থাক! তাড়া খেয়ে যাস পালিয়ে? সামনে আছে পাঁক! ভণ্ড নেতা শোন, তোদের কথা শুনে কারও, নাই তো প্রয়োজন! শোন না পেতে কান? সত্যিটা আজ জান। জনতার নাই ভয়, একটা কথাই কয়, নষ্ট নেতা পড়লো খাদে, জয় জনতার জয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।