ভারতীয় উপমহাদেশের মানুষকে যিনি শুনিয়েছিলেন- 'মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে'; গঙ্গার কাছে যিনি প্রশ্ন রেখেছিলেন- অসংখ্য মানুষের হাহাকার শুনেও সে কীভাবে বইছে, সেই ভূপেন হাজারিকা আর নেই। দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় চার দিন ধরে ডায়ালিসিস চলার পর শনিবার বিকেলে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান এই বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার। হাসপাতালের জনসংযোগ বিভাগের প্রধান জয়ন্ত নারায়ণ সাহার বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, গত ২৯ জুন শ্বাসকষ্টের কারণে ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন ৮৫ বছর বয়সী ভূপেন। সে সময় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। মঙ্গলবার পরীক্ষা করে দেখা যায়, তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। জয়ন্ত নারায়ণ সাহা বলেন, "ডায়ালিসিস চলার এক পর্যায়ে তার দেহের বিভিন্ন অঙ্গ সাড়া দিতে ব্যর্থ হয়। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।