আমার ব্যক্তিগত ব্লগ {ভূমিকা: বড় বিলাই এর ইরান যাওয়া ঠিক হওয়ার পর ওকে আমার ডায়রী দিয়ে বলেছিলাম ভ্রমন কাহিনী লিখতে, এখানে ওর লেখা তুলে দিচ্ছি}
19.10.1994 11-58am On plain Emirates.
প্লেনে উড়ছি এখন, ২টার পর করাচি পৌছবো। ঠান্ডা জুস খেয়ে গলা খুসখুস করছে। আম্মা জানতে পারলে খুব রাগ করবেন।
১২-৪৩ পি এম
একটু আগে খেয়ে উঠলাম। এখন টিভি দেখছি।
চ্যানেল ফোর এর অনুষ্ঠান। অবাস্তব ছবি। সম্পুর্ন ছবি বড় বড় পুতুল দিয়ে করা হয়েছে। শুরু থেকে দেখিনি। তাই নাম বলতে পারছিনা।
মহাশুন্যে বিচরনকারী মানুষদের দেখাচ্ছে। দেখি কি হয়।
১-৫৫ পি এম
আরবী গান শুনছি। মাটি থেকে ৩৫০০০ ফুট উপর দিয়ে যাচ্ছি। বাইরে রোদ দেখা গেলেও কম্পিউটার স্ক্রীনে দেখাচ্ছে বাইরে এখন মাইনাস ৪৬ ডিগ্রি তাপমাত্রা।
একবার এয়ার পকেটে পড়েছিল। ঘন্টায় প্রায় ৪০০ কিমি বেগে চলছে প্লেন। মাঝে মাঝে গতি কমাচ্ছে, বাড়াচ্ছে। প্লেন থেকে ফোন করা যায়, প্রতি মিনিট ৫ ডলার করে নেয়। এ সমস্ত তথ্যই কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি।
ভারত পার হয়ে নওয়াবশাহ এর কাছ দিয়ে প্লেন যাচ্ছে। আমরা কাবা থেকে কত দুরে আছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।