সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি ঈদ মোবারক, আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সামুর প্রিয় ব্লগার, পাঠক ও সামুর সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বিগত দিনে আমরা যারা সামুকে প্রাণবন্ত করে রেখেছিলাম শুভেচ্ছা, শুভাশিষ ও বন্ধুত্বের বন্ধনে সামুর সেই সকল প্রিয় ব্লগার, পাঠক ও মন্তব্যকারী সকলের জন্য ঈদের শুভেচ্ছা। এর মাঝেও যারা একে অন্যের প্রতি নিজেদের সংর্কীর্ণ মানসিকতার জন্য একে অন্যের প্রতি বিদ্বেস পোষণ করে নানা প্রকার অশালীন ও স্থুল বাক্যবানে জর্জরিত করে সামুকে অস্থির করে তুলেছিলেন তাদের মনমানসিকতার উন্নতি কামনা করছি। আর যারা বন্ধুদের এমন অশালীন ও ব্যক্তিগত আক্রমনে আহত হয়েছেন তাদের প্রতি হযরত আলী (রঃ) সেই ঐতিহাসিক ও উপদেশ স্লরণ করার পরামর্শ দিচ্ছি। আগামী বছর হোক সামুর প্রতিটি পাঠক, ব্লগার ও মন্তব্যকারীরা তাদের মনের পশুটিকে কোরৃবানী দিয়ে নিজেদের সুধরে নিবেন এবং একে অন্যের প্রকৃত বন্ধু হয়ে উঠবেন এই প্রত্যাশায় থাকলাম। সকলে ভালো থাকবেন। যারা দেশের বাড়ীতে ঈদ করবেন তাদের নিরাপদ ভ্রমন ও পুনরায় কর্মস্থলে ফিরে আসবেন এই কামনা করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হোন। আমিন-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।