সার্বিক মূল্য বোধের অধীন, মানুষের স্বছ্চতা এবং স্বাধীনতা, সত্যি বলছি , এমন কোন আসাধারন মানুষ একখনও এই স্বার্থপর পূথিবীতে আাছে । আমার সেই মানুষ টার সাথে দেখা না হলে হয়তবা আজানা রয়ে যেত।
হঠাৎ একদিন বুলবুল ভাই কল করে বলল, এখন দাদা জি, ই, সি "বিচিএ" আাফিসে দাদা (উজ্জল চৌধুরী) এিশ মিনিট থাকবেন , এসে দেখা করেন।
বুলবুল ভাই এটা বলছে এ জন্য যে, আমি ৭/৮ দিনের মধ্য ইন্ডিয় যাচ্ছি, আমার বড় আপাকে নিয়ে চিকিৎসার জন্য যেহেতু দাদা কলকাতা থেকে এসেছেন, এবং "Help Line Consultancy" নামে একটা প্রতিষ্ঠান আছে । তার চেয়ে বড় ব্যপার ছিল যে , সে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কাজ করে এবং মাদার তেরাসের সাথে কাজ করেছেন এক সাথে তার কর্মী হিসেবে ।
এিশ মিনেটের মধ্যে আমি জি,ই,সি তে , এসে দেখলাম এক ভদ্রলোক বসে আাছে, যে খুব সাধারণ । আমি বিচিএের আফিসে জানতে পারলাম যে ভদ্রলোকটা বসে আাছে , তিনি সে ভদ্রলোক যার নাম হচ্ছে," উজ্জল চৌধুরী"
দেখা করার পর চিন্তা করতেছি, লোকটা কত সাধারন অথচ যে কিনা, সমাজসেবা করার জন্য পোল্যান্ড পর্যন্ত ছিলেন পাচঁ বছর মাদার তেরাসের সাথে । তার সাথে আমার আপুর সম্যসা নিয়ে অনেক আলাপ হওয়ার পর কিছু পরামর্শ দিল, আমি বলতে চেষ্টা করতেছিলম , সে যেন আমার সাথে আমারদের বাসায় গিয়ে , আমার আপুকে দেখে , কিনতু প্রথম পরিচয় তাই বলতে পারতেছিলাম না। হঠাৎ করে সে বলল , চলেন আপনাদের বাসায়, আপনার আপাকে দেখে আসব। সত্যি বলছি , তখন আমার খুব ভাল লাগল , তার সামনে তিন-চার জন লোক বসা তার সাথে আলাপ করার জন্য এবং একদিন পর তার রির্টান এয়ার টিকিট ঠিক করা আছে।
এমন সময় এত ব্যস্ততার মধ্যেও , সে আমার সাথে বাসায় গিয়ে , সব রির্পোট দেখার পর আমার আপাকে ডেকে বলল, "আপনি চলে আসেন ইন্ডি্য়া আমি আপনাকে ভাল করে বাংলাদেশে পাঠব ইনশআল্লাহ "। এরপর আপার সব রির্পোট নিয়ে পরের দিন , সে ইন্ডিয়া চলে গেলেন। আমিও ইন্ডিয়াতে তার পরের সপ্তাহে আমার আপাকে সাথে নিয়ে।
এখানে এসে দেখলাম, এ সাধারণ মানুষ টার আসাধারন সব কর্ম । যেখান থেকে আমি ,আামাকে নতুন করে জানতে পারলাম, আমি সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি হিসাবে মানুষের প্রতি আমার কি কর্তব ,কি করা উচিত।
চলবে. . . . . . . . . . . . . . .
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।