আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয়-শেষ বেলার অনুভূতি.।

ঘুরে আসুন.মন ভালো হবে ১) এক ধরনের মানুষ আছে,আমি যতো চেষ্টাই করি না কেন তাদের সাথে ভাল থাকার,ওরা কিছুতেই আমাকে বুঝবেনা। কিছুতেই তাদের সাথে আমার সম্পর্কটা স্বাভাবিক ভাল লাগায় আসতে পারবেনা। আমারও বিরক্ত লাগে এদের সাথে মিশতে। এরা হল বিরক্তিকর প্রজাতি। কিন্তু ভদ্রতার খাতিরে এদের সাথে একটা অভিনয়ের ভাল সম্পর্ক থাকে।

২) এদেরকে আমার অসহ্য লাগে। কখনোই কথা বলতে ইচ্ছে করেনা। এরাও আমাকে পছন্দ করেনা। সবাই ব্যাপারটা বুঝতেও পারে। ৩) এরা আমাকে বিনা কারণেই পছন্দ করে।

আমার কোন ফিলিংস নেই তেমন একটা। কথা বলি প্রয়োজনে। ৪) এরা আমার প্রতি তেমন একটা পাত্তা দেয়না। কিন্তু আমার কেন জানি এদের ভাল লাগে। অদ্ভুত হলেও সত্যি,এদের প্রতি আমি একটু দয়ালু।

নিজ থেকে কথা বলতেও ভাল লাগে। ৫) আমিও এদের পছন্দ করি,এরাও আমাকে পছন্দ করে। এদের সাথে সম্পর্ক যে ভাল সবাই ব্যাপারটা বুঝতে পারে। ৬) আমার পিছনে আমার নামে খারারটা.। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।