আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ বিড়ম্বনা

লিখছি আমি যা মনে চায় । কারো ভালো না লাগলে কি আসে যায়। ছোটবেলা থেকেই আমার ঈদের জামার ভীষন শখ । ছোটবেলা থেকেই মার্কেট ঘুরে ঘুরে নিজের পচ্ছন্দমত জামাটা কিনা আমার খুব প্রিয় একটি কাজ। আমার কাছে ঈদের আনন্দ বলতে মার্কেটএ যেয়ে জামা কিনাই আসলে আমার ঈদের মূল আনন্দ।

আসলে মেয়েদের তো ছেলেদের মত মুক্ত পাখি হয়ে উড়ার স্বাধীনতা নেই। তাই আমার ঈদে আনন্দ নতুন জামার স্নগ্ধতায়ই সীমাবদ্ধ । ঈদের জামাটা কিনে এনে বার বার দেখা, গন্ধশুকা, বার বার পরে মাকে দেখানো এইসব পাগলামীতে ঈদের আগের দিনগুলো কেটে যেত। ঘটনাটা প্রায় বারো বছর আগের কথা। ঈদের জামাটা গতো রাতেই কিনে এনেছিলাম।

দুপুর দিকে জামাটা বের করে মাকে পরে দেখাচ্ছিলাম। দেখানো শেষে জানালার সামনে নিয়ে আবার দেখছি। আমাদের গ্যারাজের ছাদটা আমদের জানালার ঠিক পাশেই। আমার জানালাটা আর গ্যারাজের দূরত্ব এক হাতও হবে না। তো আমি জামাটা গায়ে লাগিয়ে দেখছি।

এমন সময় হঠাৎ একটা বিড়াল কোথা থেকে এসে আমি কিছু বুঝে উঠার আগেই জানালা দিয়ে প্রসাব করে দিল!!!!! আমি হতভম্ব হয়ে গেলাম ঘটনার আকর্ষিকতায় । খানিকপর আমার কান্না শুনে মা দৌড়ে এলো। আম্মুকে সব খুলে বলতেই আম্মু হাসিতে ফেটে পড়লো। আমাকে জড়িয়ে ধরে বললো , বোকা মেয়ে কান্না করে বিড়ালটার তোমার জামাটা পছন্দ হয়েছে, তাই হয়তো এই দুষ্টামিটা করেছে। তুমি কেদোঁ না মা আমি খুব যত্ন করে এটা ধুয়ে দিবো যে তুমি বুঝতেই পারবেনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।