আমাদের কথা খুঁজে নিন

   

এক নজের কুড়িগ্রাম জেলা

নাম করনঃ কুড়িগ্রাম জনপদ বেশ প্রাচীন। এর সঠিক নাম করন কিভাবে হয়েছে তা জানা যায় না। অনেকে মনে করেন গণনা সংখ্যা কুড়ি থেকে কুড়িগ্রাম হয়েছে। কারো মতে কুড়িটি কলু পরিবার এর আদি বাসিন্দা ছিল। তাই এর নাম কুড়িগ্রাম। কেউ বা মনে করেন, রংগপুর রাজার অবকাশ যাপনের স্থান ছিল কুড়িগ্রাম। প্রচুর বন-জঙ্গল ও ফল মূলে পরিপূর্ণ ছিল এই এলাকা, তাই ফুলের কুড়ি থেকে এর নাম হয়েছে কুড়িগ্রাম। জেলায় উন্নীতকরনঃ ২৩ জানুয়ারী ১৯৮৪ইং সীমানাঃ উত্তরে ভারতের পশ্চিম বঙ্গের কুচবিহার, পূর্বে আসাম ও মেঘালয়, দক্ষিণে জামালপুর ও গাইবান্ধা জেলা, পশ্চিমে রংপুর ও লালমনিরহাট জেলা। আয়তনঃ ২২৩৬.৯৪ বর্গ মিলোমিটার সংসদীয় নির্বাচনী এলাকাঃ ৪ টি (কুড়িগ্রাম-১ ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী, কুড়িগ্রাম-২ সদর, রাজারহাট ও ফুলবাড়ী, কুড়িগ্রাম-৩ উলিপুর ও রাজারহাটের ৩টি ইউনিয়ন, কুড়িগ্রাম-৪ চিলমারী, রৌমারী ও রাজিবপুর) জনসংখ্যা ঃ ২১,৪৫,১৭৮ জন পুরুষ ঃ ১০,৮৮,৫৮২ জন মহিলা ঃ ১০,৬৫,৫৯৬ জন ১ থেকে ১৫ বছর ছেলেমেয়ের সংখ্যা ঃ ৮,২৭,০০৭ জন ছেলের সংখ্যা ঃ ৪,১৭,৮৯২ জন মেয়ের সংখ্যা ঃ ৪,০৯,৯১৫ জন ভোটার সংখ্যা ঃ ১২,২৪,৬৬১ জন পুরুষ ঃ ৫,৮৬,৪৮৩ জন মহিলা ঃ ৬,৩৮,১৭৮ জন মোট পরিবার ঃ ৪,৩২,৭৫৯টি জন্ম হার ঃ ১.৯% মৃত্যু হার ঃ .৮৫% উপজেলা ঃ ৯টি ইউনিয়ন ঃ ৭২টি পৌরসভা ঃ ৩টি মৌজা ঃ ৬৭৫টি গ্রাম ঃ ১৮৬০টি মোট জমির পরিমাণ ঃ ২,২৯,০০০ হেক্টর মোট কৃষি জমির পরিমাণ ঃ ১,৪১,০৬০ হেক্টর ভারতে বাংলাদেশী সিটমহল ঃ ১৮টি বাংলাদেশে ভারতীয় সিটমহল ঃ ১২টি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।