আমাদের কথা খুঁজে নিন

   

পাত্র কি করে? পাত্র কম্পুটার।

কেউ ব্যাপারটাকে আঞ্চলিকতা নিয়ে গন্ডগোল লাগাবেন না। হলে থাকা কালীন এক সিলেটী বড়ভাই থেকে শুনা। (সব শুনা কথায় বিশ্বাস করতে নাই, তারপরও শুনতে ভালো লাগে।) ২০০৩-২০০৪ সালের দিকে যখন চারদিকে কম্পুটার সায়েন্স এর জয় জয় কার ছিলো, তখনকার কথা। লন্ডন থেকে অনেকে দেশে (সিলেটে) আসে বিয়ে করার জন্য। পাত্রীপক্ষ যদি জিজ্ঞাসা করে, ছেলে কি করে? সেই সময় একটা কমন জবাব ছিলো, ছেলে কম্পুটার। এতে পাত্রীপক্ষ খুশিতে গদ গদ, কম্পুটার ছেলে, কম্পুটারটাই একটা বড় বিস্ময় ছিলো সবার কাছে। অতএব বলো কবুল। আমরা রাজী আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।