আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে যাত্রা পথে আপনার মৃত্যু হলেও নিরাপদে লাশ বাসায় পৌছে যাবে

চোখের আলো যেখানে কালো মনের আলো সেখানে আলোকিত...তাই আলোকিত মানুষ দেখার আশায় এই খানে আগমন.... হুম আমাদের যোগাযোগ মন্ত্রী আবুল সাহেব বলে কথা.... উনি দৌড় প্রতিযোগীতা দিয়ে মন্ত্রী হয়েছেন অতএব বুজেনিতে হবে যোগাযোগ তথা রাস্তায় আপনাকে ও দৌড় এর উপর থাকতে হবে। উনি সেই হুংকার ই দিলেন বলে। ঈদে যাত্রা পথে গাড়ি দুর্ঘটনায় কিংবা বালএর সোনার ছেলেদের দেশীয় স্বার্থ রক্ষার আন্দোলনে আপনার মৃত্যু হলেও নিরাপদে আপনার লাশ বাসায় পৌছে যাবে এতে কোন সমস্যা হবে না। উনি ঈদ সামনে রেখে বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলস্টেশনে রেলের বিশেষ সার্ভিস পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নরসিংদীর ঘটনায় ট্রেন চলাচল পরিস্থিতি বিঘ্নিত হলেও ঈদে ঘরমুখো যাত্রীদের সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। অতএব, আপনি দেখতেছেন সামনে বাঘ, আপনার উপর আক্রমন কর‌বে যদি সামনে যান, আর আবুল বলতেছে কিছুই হবে না..আপনি বাঘের সমানে দিয়ে যান। "হায়রে আবুল, হায়রে দেশের মন্ত্রী দৌড় দিয়ে বনে গেলাম কোটিপতি"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।