আমাদের কথা খুঁজে নিন

   

বড় বিলাইয়ের ডায়রী থেকে: ইরানে যাওয়ার প্রস্তুতি

আমার ব্যক্তিগত ব্লগ {ভূমিকা: বড় বিলাই এর ইরান যাওয়া ঠিক হওয়ার পর ওকে আমার ডায়রী দিয়ে বলেছিলাম ভ্রমন কাহিনী লিখতে, এখানে ওর লেখা তুলে দিচ্ছি}২২শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ১৯৯৪ রাত ৮টা, বাংলাদেশ এখন বসে বসে দিন গুনছি। আমার মাথাটাই খারাপ হয়ে গেছে এখন। কোন কিছুতেই মন বসে না। পড়াশুনা কোথায় চলে গেছে খুজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আবার সবাই কানের কাছে এসে বলছে, ইরান থেকে এটা আনবে, ঐটা আনা বেশি দরকার, সেটা না আনলে জীবন বৃথা ইত্যাদি।

সবাই বলছে, এমন জিনিস আনবে, যা দরকারী কাজে আসবে। যেমন...। এই যেমন যেমন বলে ওর এতগুলো জিনিসের নাম বলেছে যে আমার মাথায় তালগোল পাকিয়ে গেছে। এখন ওগুলোর কথা মনে করতে গেলে মাথা বনবন করতে থাকে। না, আর পারছিনা, মাথা বন বন শুরু হয়ে গেছে।

দাড়ান, দাড়ান, আরও কিছু বলে নেই। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন অন্তত: ইরান যাওয়া পর্যন্ত বেচে থাকি। অবশ্য, বাচা মরা আল্লাহ নির্দিস্ট করে দিয়েছেন, তার বাইরে কিছু হবে না। তবু মনে সান্ত্বনা পেতে তো ইচ্ছা করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।