নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।
কেন ছাত্রছাত্রীরা পাশ করেনা ?? ছাত্রছাত্রীদের দোষ কি ?
( একটি ফান পোষ্ট )
পরীক্ষায় ফেল করা কোনও মতেই ছাত্রছাত্রীদের দোষ নয় । কারন বছরে মাত্র ৩৬৫ টি দিন !!!!!!!!
যেটা একজন ছাত্রছাত্রীর জন্যে একটি টিপিক্যাল একাডেমিক ইয়ার ।
অথচ
>
>
>
>
১) ৫২ টি শুক্রবার ।
আপনি জানেন দিনটি ছুটির দিন …… বাকী রইলো ৩১৩ দিন ।
২) ৫২ টি শনিবার , এটিও ছুটির দিন তাইনা ? ছুটির দিন মানেই ছুটটটটঠি !!!!! রইলো ২৬১ দিন ।
৩) পবিত্র রোজার বন্ধ ৩০ দিন । হাতে রইলো ২৩১ দিন ।
৪) হরতাল – ঘোরতাল ইত্যাদিতে গেল ২০ দিন ।
থাকলো ২১১ দিন ।
৫) ঈদ – বিজয় দিবস – ভায়া দিবস ইত্যাদি মিলিয়ে সব সরকারী ছুটি অনুন্য ২২ দিন । ২১১ – ২২ = ১৮৯ দিন ।
৬ ) ৮ ঘন্টা দৈনিক ঘুম । ঘুম ছাড়া শরীর টেকেনা ।
ঘুম ঘুম চোখে পড়া হয়না । সে হিসাবে ১২২ দিন । থাকলো ১৮৯ – ১২২ = ৬৭ দিন ।
৭) দিনে তিন বেলা খাবার খেতে খেতে গেল ২ ঘন্টা । তাতে খরচ হয়ে গেল ৩০ দিন ।
রইলো ৩৭ দিন ।
৮) অসুস্থ্য থাকার কারনে সিক লিভ কমপক্ষে ৩ দিন ধরা যায় । থাকলো ৩৪ দিন ।
৯) ছাত্রছাত্রীরাও তো সামাজিক জীব ? তাই আড্ডা দিতে দিনে ১ ঘন্টা হিসাবে ১৫ দিন । ৩৪ – ১৫ = ১৯ দিন ।
১০) সারা বছরে বিভিন্ন টার্মের ক্লাস পরীক্ষার জন্যে অনুন্য ব্যয় ১৫ দিন । ১৯ – ১৫ = ৪ দিন ।
১১ ) সামাজিকতা রক্ষায় নিমন্ত্রন রাখতে বছরে ৩ দিন । রইলো ৪ – ৩ = ১ দিন ।
১২) বাকী দিনটি তো তার জন্মদিন ! এটা কি বাদ দেয়া যায় ? তাইনা ?
হাতে কোনও দিন বাকী থাকেনা !!!!!!!
তাহলে ছাত্রছাত্রীরা পাশ করবে কি ভাবে ?????????????????????????????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।