আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে কোথায় যাবেন? শ্বশুরবাড়ি নাকি বাবার বাড়ি?

আমাকে আমার মত থাকতে দাও, আমি আমার মত থাকতে ছাই। ঈদের আগে আগে দাম্পত্যজীবনে একধরনের টানাপোড়ন তৈরী হয়। ঈদ কোথায় হবে? মায়ের বাড়ি নাকি শ্বশুরবাড়ি? যে দম্পত্তি একক পরিবারের ঢাকায় থাকে, স্বামী-স্ত্রীর মা-বাব দুই জায়গায় থাকেন ঢাকার বাইরে, তাঁদের টানাপোড়েন সবচেয়ে বেশি। কেউ কেউ দাম্পত্তের শুরুতেই সমঝোতা করে নেন। এক ঈদ শ্বশুরবাড়িতে, আরেক বাবার বাড়িতে।

যদিও সিদ্ধান্তের রদবদলের আশায় শেষ পর্যন্ত পরস্পরকে বোঝানোর ও প্রভাবিত করার চেষ্টা অব্যাহত থাকে। ঢাকায় যাদের মা-বাবার বাড়ি,তাঁদের স্বামী বা স্ত্রীদের বক্তব্য,‌‍"সারা বছর তো তুমি মা-বাবাকে কাছেই পেলে। অন্তত ঈদের দিনে আমার মা-বাবার কাছে যাই। যদিও মেয়েরা চাইলেও অনেক সময় ঈদ করতে পারেন না তার মা-বাবার বাড়িতে। নতুন দম্পত্তি থেকে শুরু করে দীর্ঘ সময় একসঙ্গে সংসার করা দম্পত্তির মধ্যে এই টানাোড়েন চলে।

এবারের ঈদ হউক সবার জন্য আনন্দ দায়ক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।