নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গণভবনে দেখেই উল্লসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ‘বাপের বেটি’। আইভীকে তিনি জড়িয়ে ধরলেন। দোয়া করলেন। সবরকম সহায়তারও আশ্বাস দিলেন।
আজ মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে এ কথা বলেন।
পিতা ও কন্যার একই ঘটনার পুনরাবৃত্তি। ১৯৭৪ সালে আলী আহমদ চুনকা নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে দলের সমর্থন চেয়েছিলেন। কিন্তু পাননি। বঙ্গবন্ধু তাঁকে দোয়া করলেন। পরে বিজয়ী হয়ে তিনি বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন।
৩৬ বছর পর তাঁর কন্যা আইভীও দলের সমর্থন পাননি। তবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাঁকে দোয়া করেন। বিপুল ভোটে বিজয়ী হয়ে আজ তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
রাত আটটায় আইভী গণভবনে প্রবেশ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখরসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিল দুই ছেলে সীমান্ত ও অনন্ত। এ ছাড়া আইভীর সঙ্গে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতারাও ছিলেন। তবে আইভী গণভবনে প্রবেশ করার ঘণ্টাখানেক আগে সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী শামীম ওসমান এসে উপস্থিত হন।
প্রধানমন্ত্রী আইভীকে ডেকে নেন।
প্রথমে তাঁরা দুজন একান্তে কথা বলেন। এরপর প্রধানমন্ত্রী শামীমকেও ডেকে নেন। রাত নয়টায় প্রধানমন্ত্রী আইভী ও শামীমকে নিয়ে অন্য একটি কক্ষে নিয়ে যান। সেখানে নৌমন্ত্রী শাহজাহান খান এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদসহ নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী প্রথমেই আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তাঁকে জড়িয়ে ধরেন। এরপর আইভী এবং পরে তাঁর দুই ছেলে প্রধানমন্ত্রীকে ফুল দেন। প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই ফার্স্ট সেকেন্ড। অন্য কারও পাত্তা নেই। তোমরা দেখিয়ে দিয়েছ।
এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ’
জ্বলে নাকি কারো...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।