আমি ডাক শুনে তার জেগে উঠি --- শুনি বেহাগ রাগে সুরের বুনন। আমি গানের সুরে নুতন ভোরের পাই যে আভাষ সুদূর পানে তাকাই আমি শুধু দেখি --- দেখি শুধু আলোর নাচন। শব্দ শুনি- শুনি--- নতুন সব সুরের মালায় কথার বুনন। আমি আশায় জাগি আশায় মাতি আশা নিয়েই সুরের বুনন।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।