কালের সাক্ষী সকালে উঠিয়া সকলেই পেপারে চোখ বুলাইয়াছেন ধরিয়া লইলাম । এখানে সব থেক মজার খবর হইল এইটা
Click This Link
এই খবর পড়ার পর আমার মনে হল আমি যদি এই পৃথিবী ত্যাগ করিতে পারিতাম তাহলে আমার মনের জ্বালা কমিয়া আসিত ।
একজন গডফাদারকে নমিনেশন দেয়ার জন্য যোগ্য প্রার্থীকে বাদ দিল BALএর নেতারা ।
মানের তারা আইভি শামিম খেলা দেখাল পুরো জাতিকে ।
আর জনগন তাদের খেল ক্ষতম করিয়া আইভিকে জয় যুক্ত করিল ।
আর এখন পধানমন্ত্রী কি বলে শুনুন,"
প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, নারায়ণগঞ্জের দুই মেয়র প্রার্থীই তাঁর কাছে এসেছিলেন। দুজনকেই তিনি সমর্থন করেছেন। তবে আইভী বিজয়ী হওয়ায় তিনি খুশি হয়েছেন। এ প্রসঙ্গে তিনি অস্ট্রেলিয়ায় পার্থের নারী মেয়রের সঙ্গে কথোপকথনের বিষয়টি উল্লেখ করেন। তাঁকে তিনি বলেন, ‘তুমি একজন নারী মেয়র।
আমার দেশেও একজন নারী মেয়র হতে যাচ্ছে। ’
প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের নির্বাচন হয়েছে। একজন বিজয়ী হয়েছে। তা ছাড়া প্রার্থী-সমর্থন নিয়ে তিনি বা দলীয় সাধারণ সম্পাদক কিছু বলেননি বলেও জানান। "
তাইলে হানিফ মিয়া কি বলল??????????????????
আর ঝাকে ঝাকে কন্দ্রীয় নেতারা না.গঞ্জ গিয়ে কি দেখাল ??????????????????
সকালে আমার মনে হইয়াছিল , আমি আর এই পিথিবিতে থাকব না ।
কিন্তু পারলাম না ????
কারণ তখন একটি প্রবাদ মনে পড়িল " চোরের উপর রাগ করিয়া মাটিতে ভাত ঢালিয়া খেতে নেই "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।