আমাদের কথা খুঁজে নিন

   

তাই তো এত সুন্দর রাতের তিমির !

শাফিক আফতাব-------- টেনা দিছে শাড়ীর আঁচল, ব্লাউজের বুক, ভেতরে বাস করা দুটি শালিক পাখি, তারা নেচে নেচে ওঠে চৈত্রের সন্ধ্যায়, তারপর তুলতুল আবেশ নিয়ে ঘুমোতে বলে ফুলবতী শয্যায়। শয্যার ভেতর আবার নায়াগ্রা প্রপাত, খানিক পরেই চলে আসে গাঢ় আঁধারের রাত, কলের মতোন চলতে চলতে আকাশে বাজ পড়ে, একপশলা বৃষ্টি হয়, বৃষ্টির ভেতরে অজস্র মাছের পোনা, তাই থেকে জন্ম নেয় কোটি কোটি সোনা। সেই সোনা থেকে সৈনিক হয়, বলিষ্ঠ হাতে হাল ধরে পৃথিবীর ; তাই তো এত সুন্দর রাতের তিমির! ২৫.০৩.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।