আমাদের কথা খুঁজে নিন

   

বি এস সি ইন CSE ও EEE Students দের ইর্ন্টানী প্রসঙ্গ...

। । । । হেরে যাব বলে তো সপ্ন দেখেনি।

। । । আছেন নাকি কেউ কোনো......... ১. পাওয়ার স্টেশন /ইলেকট্রিকাল সাব স্টেশন। ২. কম্পিউটার প্রতিষ্ঠান ।

৩. ইন্জিনিয়ারিং প্রতিষ্ঠান। ৪. মোবাইল টেলিকমিউনিকেশন কোম্পানী। আমার কয়েকজন ছোট ভাই ও বন্ধু এইবার বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে বি এস সি ফাইনাল পরীক্ষা দিয়েছে কম্পিউটার ও ই ই ই বিভাগ থেকে। এদের মধ্যে আবার কয়েকজন ডিপ্লোমা ইন্জি: ও করেছে। তারা এখন তাদের বি এস সির শেষ পর্ব ইর্ন্টানীর জন্য অপেক্ষারত।

সে যাই হোক, আপনার মাধ্যমে যদি কারো জীবন গড়ে ওঠে তাতে ক্ষতি কি? আপনার প্রতিষ্ঠানে যদি এই রকম সুযোগ থাকে তবে এই খানে শেয়ার করুন, মেহেরবানী করে ঠিকানাটা টুকে দিয়ে জান, যার যার প্রয়োজন হয় তারা সরাসরি বা চিঠি পত্রের মাধ্যমে যোগাযোগ করবে। মনে রাখবেন, আপনার এই স্বার্থহীন প্রচেষ্টা কারও জীবন বদলে দিতে পারে, বদলে দিতে পারে একটি পরিবার, যাতে করে বদলে যাবে সমাজ তথাপি গোটা দেশের ভাগ্যপরিবর্তনের আপনিও হবেন একজন অংশীদার।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।