আমার ব্যক্তিগত ব্লগ ২৪শে নভেম্বর, ১৯৯৩
নিচে হলরুমে গিয়ে দেখি মিতাও (ক্যাপ্টেন) ভলান্টিয়ার স্টিকার লাগিয়েছে। ওর সব বান্ধবীরা লাইনে দাড়িয়েছে আর আমাদের জন্য জায়গাও রেখেছে। এমন সময় স্টেজ থেকে মাইকে পিটি আপা বললেন সব ভলান্টিয়ারদের এক জায়গায় দাড়াতে। আমি আর মিতা হাত ধরে স্টেজের সামনে দাড়ালাম। এরপরের কান্ড দেখে তো আমাদের চোখ বড় বড় হয়ে গেল।
ভলান্টিয়ার স্লীপ আটা মেয়ে আসছে তো আসছেই। মিছিলের মেয়ের চাইতে ভলান্টিয়ার বেশি। আপা কিংকর্তব্য বিমুঢ়। এরপর আমাদের হেড গার্ল সবাইকে একপাশে সরিয়ে বেছে বেছে মেয়ে অন্য পাশে নিতে লাগল। ওর বাছাইয়ের স্টাইল দেখেই বুঝতে পারলাম, আমাকে বা মিতাকে নেয়ার কোন সম্ভাবনা নেই।
তাই মিতাকে বললাম, চল, মানসম্মান থাকতে ফিরে যাই। পরে হয়তো, মুখের উপর বলে বসবে তোমরা বাতিল আর সারা কলেজের মেয়েরা হাসবে। মিতা আর আমি লাইনে ফিরে এলাম। ইথার বলল, ফিরে এসে ভালই করেছো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।