আমাদের কথা খুঁজে নিন

   

খেক খেক, দাদাগো গোয়েন্দাগো ওয়েবসাইট নাকি কাইত ।

সামুর মডারেশন বোর্ডে ক্লিয়ারেশন থাকা দরকার। কিছুক্ষন আগে ব্লগার শাহাদাত হোসেন-এর একটি পোস্ট থেকে একটি সাইট থেকে জানলাম জানলাম দাদাদের সিআইডির ওয়েবসাইট নাকি কাইত কইরা ফালাইছে পাকিস্তানি হ্যাকাররা ।এর আগে আবহাওয়া দপ্তরের সাইটও নাকি হ্যাক করছে।এ নিয়ে গত চার মাসে দেশের ৭৯টি সরকারি দফতরের ওয়েবসাইট বিদেশি হ্যাকারদের কবলে পড়ল। এগুলোর অধিকাংশই কেন্দ্রীয় সরকারি। বেশিরভাগই নাকি করেছে চীন-পাকিস্তানের হ্যাকাররা। আমগো দেশের পোলাপাইনোতো হালকা-পাতলা কিছু খেল দেখাইছিলো । অন্য দেশের ওয়েবসাইট থাক বলদগুলো নিজের দেশ আগে ঠেকা। হ্যাকিং শিখতে মন চায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।