সাদামনের মানুষ আমি : প্রথমতো সবকিছু সন্দুররূপেই দেখতে চাই... আমার মার একটি চোখ ছিল না, তাই আমি তাকে দেখতেই পারতাম না; সব জায়গাতেই তার জন্য আমার লজ্জা পেতে হত; তার বিদঘুটে চেহারা দেখে সবাই আমাকে উপহাস করত আমি সবসময়ই বলতাম যে তুমি মরতে পার না ? তোমার জন্য আর কত হাস্যকর পাত্রে পরিণত হব আমি?? যাই হোক, এক সময় আমি উচ্চশিক্ষার জন্য বাহিরে পড়তে গেলাম; সেখানে সফলভাবে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করলাম; আমার স্ত্রী আর ২টি ছেলে মেয়ে নিয়ে বেশ ভালই সুখে ছিলাম একদিন মা আমার সাথে দেখা করার জন্য আসলেন; এত বছরের মধ্যে আমার বা আমার পরিবারের কারো সাথে তার দেখা হয়নি; মা যখন দরজার সামনে দাঁড়ালেন, তখন আমার সন্তানেরা তাকে দেখে ফেলল এবং মজা করতে লাগলো; আমি লজ্জায় তখন মাকে ধমক দিয়ে বললাম 'কে আপনি? এখানে কেন এসেছেন!? আপনার এত সাহস যে আপনি আমার সন্তানদের ভয় দেখাচ্ছেন!' মা বুঝতে পেরে বলল, ওহ! দুঃখিত; আমি ভুল জায়গায় এসেছি অনেকদিন পর একসময় এক নিকট আত্মীয়ের কাছ থেকে খবর পেলাম, আমার মা মারা গেছে; আমার মাঝে তেমন কোন প্রতিক্রিয়া হল না; আমি গেলাম আমাদের সেই পুরনো বাড়িতে একজন আমাকে একটি চিঠি দিয়ে বলল, মারা যাবার আগে আমার মা এটি আমার কাছে পৌঁছে দিতে বলেছেন আমি চিঠিটি পড়া শুরু করলাম : "আমার প্রাণপ্রিয় পুত্র, আমি সবসময় তোমাকে নিয়েই ভাবি; আমি অতিশয় লজ্জিত যে আমি তোমার সন্তানদের ভয় দেখিয়েছিলাম আমি খুবই দুঃখিত যে আমি সবসময়ই তোমাকে হাসির পাত্রে পরিণত করেছি দেখ, আসলে তুমি ছোটবেলায় খুবই ভয়ংকর একটি এক্সিডেন্ট করেছিলে, যার জন্য তোমার একটি চোখ নষ্ট হয়ে যায়; মা হিসেবে আমি তা মানতে পারিনি; তাই তোমাকে আমার একটি চোখ দিয়ে দি আমি মা হিসেবে খুবই আনন্দিত যে আমার ছেলে এই দুনিয়াটাকে প্রাণভরে দেখছে তোমার মা" I have nothing left to say anything. Always try to understand parents’ intention. Whatever they do, they do it for you. After reading this post, pls hug your parents & say them, “I Love YOU”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।