বাঙলা কবিতা ------------------- এ হলো মানুষ-জন্ম : অদৃষ্টের ফের ঘৃণা করে নিস্তার নাই শত্রুতা-হিংসা-বিদ্বেষ, সাপে-নেউলে যুদ্ধ করে, নিস্তার নাই কাঙালের মত ভালোবেসে, নিস্তার নাই প্রেমে-কামে-মমতায়-মোহে, একাকার মিশে গিয়ে, নিস্তার নাই এইসব ক্রিয়া-পরম্পরা নিয়ে বহু মাতামাতি করে, অবশেষে জানি: আমরা ক্রমশ দূর, ক্রমশ পৃথক কোনও প্রাণী ক্রমশ বিভিন্ন গোত্র, ভিন্ন প্রজাতি হয়ে যাই ক্রমশ পৃথক নদী, পৃথক অরণ্য হয়ে ছুটে যাই, দূরে বয়ে-ক্ষয়ে, শীর্ণ হয়ে যাই সময় সমুদ্র হয়ে জেগে থাকে গো-খুরে, গো-খুরে; তবু পরিত্রাণ নাই নিস্তার নাই, মানুষের... --------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।