আমাদের কথা খুঁজে নিন

   

আল সুফি (Al Sufi ) ক্লাস্টার।

এর অন্য নাম Collinder 399,Brocchi's Cluster,Coathanger।এটি সর্ব প্রথম পারসিয়ান জ্যের্তিবিদ Al Sufi আবিস্কার করেন,পরর্বতিতে ইটালিয়ান জ্যের্তিবিদ Giovanni Battista Hodierna পুনরায় এটিকে আবিস্কার করেন এবং ১৬৫৪ সালে তার তালিকায় এটিকে প্রকাশ করেন।১৯২০সালে সৌখিন জ্যের্তিবিদ Dalmero Francis Brocchi আমেরিকান এসোসিয়েসন অফ ভেরিয়েবল স্টার অভজারভার (AAVSO), এ একে তালিকাভুও করেন,যার ফলে এর আরেকটি আনঅফিসিয়াল নাম হলো Brocchi's ক্লাস্টার।এবং ১৯৩১ সালে সুইডিশ জ্যের্তিবিদ Per Collinder তার ক্যাটালগে ৪৭১ ওপেন ক্লাস্টার ণামে লিপিবদ্ব করেন।বর্তমানে এর অফিসিয়াল নাম ৩৯৯ Collinde। এটি Vulpecula মন্ডলে অবস্হিত। একে খালি চোখে দেখা য়ায়। এখানে 5th to 7th magnitude তারা আছে। ক্লাস্টারটি 1/2 degree height এবং 1.5 degrees wid। Object Data • Catalog #: o Collinder 399 o Cr 399 • Popular Name/s: o Al Sufi's Cluster o Brocchi' Cluster o Coathanger • Object Type: Asterism • Constellation: Vulpecula • R.A.: 19h 25m 17s • Dec: +20 10' 57" • Mag: 3.6 • Size: 140' x 50' ম্যাপ সৌজন্যে:ttp://www.google.com/imgres?hl=en&sa=X&biw=1366&bih=596&tbm=isch&prmd=imvns&tbnid=rs88azpfzxRm7M:&imgrefurl=http

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।