আমাদের কথা খুঁজে নিন

   

বড় যদি হতে চাও ছোট হও তবে......অথবা আপনি আচরি ধর্ম অপরে শিখাও

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। যাত্রীরা উঠতে শুরু করেছে, শুরু হয়েছে কেবিন ক্রুদের ব্যাস্ততা। সবার মতো নীলাও ব্যাস্ত, যাত্রীদের শুভেচ্ছা জানানো, সিট দেখিয়ে দেয়া, উপরের কেবিনে হাতব্যাগ রাখতে সাহায্য করা। এমন সময় নীলা দেখতে পায় ইকনোমি ক্লাসে এসে বসলেন একজন সর্বজন মান্য, সামাজিক ভাবে সুপ্রতিষ্ঠিত একজন বিশিষ্ট নাগরিক, যাকে জাতির অভিভাবক বলা চলে। নীলা তাড়াতাড়ি তাদের টিম লীডারের কাছে গিয়ে ব্যাপার টা অবহিত করে।

টিম লীডারের পরামর্শে নীলা দ্রুত ফিরে আসেন তার কাছে। স্যার, আপনি আমাদের বিমানে ভ্রমন করছেন, এতে আমরা গৌরবান্বিত বোধ করছি। আমরা আপনার আসন টি প্রথম শ্রেণীতে উন্নীত করতে চাই। কিন্তু তিনি বিনয়ের সাথে তা প্রত্যাখান করেন। তিনি বলেনঃ আমি তো নিজেই এই টিকেট কিনেছি।

কাজেই আমি এই আসনেই যেতে চাই। কম দামি আসনের দাম দিয়ে বেশী দামি আসনে বসে যাওয়া তো ন্যায়বিচার নয়। আমি যেমন অন্যের জন্য ন্যায়বিচার চাই, তেমনি নিজের জন্যও ন্যায় বিচার করতে পারি। নীলা নাছোড়বান্দা। বলে, স্যার আপনি প্রথম শ্রেনীতে গেলে আমরা সম্মানিত বোধ করব।

এবার ভদ্রলোক বলেন, সেই কবিতা কি নিশ্চয় আপনিও পড়েছেন... বসুমতি তুমি কেন এতই কৃপণা বহু খোড়াখুড়ি করে পাই শস্যকণা দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস কেন এ মাথার ঘাম পায়েতে বহাস? বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষত হেসে কন বসুমতি আমার গৌরব তাতে সামান্যই বাড়ে তোমার গৌরব তাতে একেবারেই ছাড়ে। সুতরাং, আমাকে প্রথম শ্রেনীতে নিলে আপনাদের সম্মান কতটুকু বাড়বে তা আমি বলতে পারব না, তবে আমার গৌরব যে পুরোপুরি ধুলায় লুটাবে টা নিশ্চিত করেই বলতে পারি। সুতরাং, আমাকে এই ইকনোমি ক্লাসের আসনে বসেই যেতে দিন। প্রথম শ্রেণীর আরামের চেয়ে আমার সম্মান আমার কাছে অনেক বড়। গল্পটি কাল্পনিক।

তবে বাস্তবে এরকম ঘটে না। বাস্তবের ঘটনা দেখুন: Biman's flight delayed for altercation on plane Staff Correspondent Click This Link Departure of a Singapore-bound flight of Biman Bangladesh Airlines was delayed yesterday by 37 minutes at Shahjalal International Airport due to a chaotic incident on the plane over seating in business class of a member of the higher judiciary who had an economy class ticket. As a cabin crew requested him to take his assigned seat in the front row of the economy class, he gave his identity and allegedly insisted on sitting in the business class, said passengers and crew members of the flight. He was going to Singapore on a personal medical trip. Hearing the commotion, officials of Biman's traffic department rushed to the plane and requested him to take his seat in the economy class, but he allegedly got furious and shouted out that he would convene an impromptu mobile court on the plane and send the traffic officials and the captain of the plane to jail, said some of the passengers. He also allegedly asked the traffic department officials to make a phone call to the Biman managing director and upgrade his ticket to business class. The officials said they were not high- up enough in the official hierarchy to make phone calls to the top boss of the airliner. At one stage of the altercation, the cockpit crews and the traffic officials tried to arrange scheduled departure of the flight, but they failed as he allegedly ordered all not to leave the aircraft and not to close the door. He also ordered the cabin crew to go tell the captain of the flight BG 084 that the member of the higher judiciary wants to see him. As the captain delayed coming out of the cockpit, he allegedly threatened the captain with issuance of a contempt of court charge on his return from Singapore. Hearing about the altercation, top Biman officials rushed to the scene and immediately upgraded the ticket to business class. Finally, the Boeing 737 left for Singapore at 8:02am, 37 minutes behind schedule. "We've received a written complaint about the incident from the crew," a Biman top official told The Daily Star. Wishing anonymity a top Biman official said that on a previous occasion, they had upgraded the ticket of the same person to business class on his trip to London as there was a request through proper channel. But this time there was no such request and they were not informed about his visit. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।