আমাদের কথা খুঁজে নিন

   

চোখ থাকিতে অন্ধ

মনের কথা চোখ থাকিতে অন্ধ- কথাটি যেমন সহজ তেমনি কথাটি কঠিনও বটে। কারণ আমি সিগারেট কম্পানি দের এই সিগারেট তৈরীকে দোষ দেবোনা। কারণ তারাতো কিছু টাকা আয় করার জন্য সিগারেট তৈরী করবে তা আবার সরকার অনুমোদিত বলে কথা। সিগারেট কম্পানি যে সিগারেট তৈরী করছে তার প্রতি প্যাকেটে কিছু স্বাস্থ্য সম্মত কথা লিখা থাকে। যেমন-ধুমপান ক্যান্সারের করণ,ধামপান বিষপান ইত্যাদি।

ধরুন আপনি, আমি এবং এই পৃথিবীতে এমন কোন মানুষ জানেনা যে চলন্ত গাড়ির সামনে পড়লে তার কি হবে। কিন্তু এই কথা যেনেও যদি কেও গাড়ির সামনে দাড়ায় তবে সে একটা সাভাবিক মানুষের মত না, নিশ্চয় তার মাথায় কিছু সমস্যা আছে, নাহলে তার পরিবারে কিছু সমস্য আছে ইত্যাদি থাকতে পারে নানা সমস্যা। এই পৃথিবীতে সবাই নিজকে একটু প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে অন্যের চেয়ে লেখা পাড়া করে কত বড় স্থানে নিজেকে নিয়ে নিয়ে যাচ্ছে। আমি বাদ দিলাম যারা কিছু লেখাপাড়া যানে না কিন্তু এই পৃথিবীতে সব চেয়ে বড় বোকা, গাধা মানুষ আমি বলছি তাদের কথা যারা এত শিক্ষিত, গলায় টাই পরা সেই বোকা,গাধা মানুষদের বলছি। তারা সবই জানে কিন্তু কিছুই জানে না ।

যাকে বলে -Nothing but Zero. তাই কিছু না ভেবে যারা ধুমপান করছে হয়তো আসতে আসতে একদিন বুঝবে শুধু সিগারেটের ধোঁয়া ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সিগারেট খেয়ে হওয়া যায়না রাজা। শুধু ভাবদেখা যায় মাত্র। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।