আমাদের কথা খুঁজে নিন

   

বি সি এস আন্দোলনকারীরা এদিকে আসেন-

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আপনি কি মেধাবী? কিসের ভিত্তিতে? মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন? অনার্সে ভালো মার্কস পেয়েছেন? বিসিএস পরীক্ষায় ভালো নাম্বার পেয়েও চান্স পাননি? তাই মুক্তিযোদ্ধাদের বিপক্ষে বলছেন? আপনি একজন ঘন্টা। মুখস্ত করে নাম্বার পেলেই তাকে মেধাবী বলা যায় না। আপনি নিজেকে মেধাবী দাবি করেন, অথচ যখন বিসিএস এর ভাইভায় যাবেন তখন আর আপনার মেধায় কাজ হয় না। তখন আপনার পলিটিক্যাল বাপেদের বা মামুদের দরকার হয়। তখন মেধা কই যায়? বলবেন আমি না গেলে অন্য কেউ পলিটিক্স করে ঐ জায়গাটা দখল করে নিবে।

তাহলে সেই সিটেমের বিরুদ্ধে সোচ্চার কেন হচ্ছেন না?? চাকুরী তো পাবেন, বেতন পাবেন ২১-২২০০০ টাকা। কিন্তু থাকবেন রাজার হালে। টাকা আসবে কোথা থেকে? জনগনের টাকা মেরে নিজে সুখে থাকবেন। এতে আপনি মেধাবী? দেশের কাছ থেকে এত কিছু চাইবেন, দেশকে একটু সততা দিতে পারবেন না। কেমন মেধাবী আপনি? কিছু গৎবাঁধা জিনিসপাতি মুখস্ত করা ছাড়া আর কি করেছেন জীবনে? নাকি মেধার সংজ্ঞা আপনার কাছে নাম্বার বেশি পাওয়া? কে বুকে হাত দিয়ে বলতে পারেন, দেশের জন্য সততা এবং দ্বায়িত্ব নিয়ে কাজ করবেন?? কেউ পারবেন না।

আপনাদের জন্য আজ দেশের সিস্টেমের এই দশা। কেন দেশের সিস্টেমের বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছেন না? সে সময় কোথায় থাকে আপনার অপ্রস্ফুটিত প্রতিহিংসা? তখন আমার এই কাজ, সেই কাজ বলে পিছিয়ে যান। আপনাদের আসল উদ্দেশ্য হল টাকা ইনকাম এবং সেটা নির্ভরযোগ্য উপায়ে। চাকুরী করা নয়। সেটা হলে দেশের সরকারী খাতের এই অবস্থা হত না।

'সরকারী' শব্দটা এত তাচ্ছিলভাবে উচ্চারিত হত না। নিজের বাবা মাকে বুড়ো বয়সে কেন দেখভাল করেন? তারা জন্ম দিয়েছে আপনাকে। লালন পালন করেছে আপনাকে। আর মুক্তিযোদ্ধারা তো আপনার জন্য আরো বড় কিছু করেছে। তারা এই বাংলাদেশের জন্ম দিয়েছে।

আপনাকে বড় হবার জন্য মুক্ত জায়গা দিয়েছে। তাদের বিরুদ্ধে স্লোগান দেবার আগে নিজের বাপের বিরুদ্ধে স্লোগান দিন। আপনি কোঠা কমানোর জন্য বলতে পারেন, তাই বলে স্বাধীনতার বাহকদের কিছু বলতে পারেন না। নিজের অস্তিত্ব যদি ভুলে যান, তবে আপনার মেধা নেই। মেধা না থাকলে আন্দোলন করছেন কেন? আপনাদের জন্য দেশটাকে স্বাধীন করাটাই তাদের ভুল ছিল।

থাকতেন পাকিস্তানের পদতলে, আর সারা পুর্ববাংলা পেত ১০% কোঠা। তখন কি করতেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।