๑۩۞۩๑ বিদ্রোহী ๑۩۞۩๑ কাজী নজরুল ইসলাম বল বীর বল উন্নত মম শীর শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বল বীর বল মহাবিশ্বের মহাকাশে ফাড়ি চন্দ্র সূয্য গ্রহ তারা ছাড়ি ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন ”আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ রাজ টীকা দীপ্ত জয়শ্রীর বল বীর আমি চির উন্নত শির! আমি চির দুর্দ্দম,দুব্বিনীত,নৃশংস মহা প্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথীবির আমি দুব্বার আমি ভেঙ্গে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছঙ্খল আমি দলে যায় যত বন্ধন,যত অনিয়ম কানুন শৃঙ্খল আমি মানিনাকো কোন আইন আমি ভরা তরী ভরা ডুবি,আমি টপেডো,আমি ভীম ভাসমান মাইন। আমি ধূজ্জটি আনি এলোকেশে ঝড় অকাল ঐবশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর বল বীর চির উন্নত মম শির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।