মানুষের উদ্ভাবনী শক্তির পরিচয় তার সৃষ্টিতে। প্রতিভার বিকাশ হয় ধীরে ধীরে,কিন্তু কাউকে প্রতিভাবান ঘোষণা দেয়ার জন্য সারা জীবন অপেক্ষা করতে হয় না। কার বিশেষত্ব কোন ক্ষেত্রে সেটি প্রমাণের জন্য একজন মানুষের একটি মাস্টারপিসই যথেষ্ট। The Silence of the Lambs (1991) তেমন একটি মাস্টারপিসের নাম। মুভি দেখেছেন,অথচ এই মুভির নাম শুনেন নি এটা হতেই পারে না।
এই মুভির রিভিউ,সিনপসিস বা ক্রিটিসিজম লিখা বড় বড় ক্রিটিকদের জন্যই চ্যালেঞ্জস্বরুপ আর আমি কোথাকার কোন চুনোপুটি। তাই রিভিউ লেখার স্পর্ধা আমি দেখাব না,তার চাইতে মুভিটির কোন কোন বিশেষত্ব আমাকে আলোড়িত করেছে সেটা অন্যান্য মুভিপ্রেমীর সাথে শেয়ার করাই আমার এই পোস্টের প্রয়াস।
The Silence of the Lambs উপন্যাসটি বের হয়ে ১৯৮৮ সালে,লিখেছিলেন Thomas Harris.উপন্যাসটি ঐ বছর Bram Stoker Award জিতে নেয়। বইটি ছিল ১৮৮১ সালে লেখা Red Dragon এর সিকুয়েল। Dino De Laurentiis ১৯৮৬ সালে Red Dragon অনুকরণে Manhunter ছবিটি প্রডিউস করেছিলেন ১৯৮৬ সালে।
কিন্তু ছবিটি ফ্লপ করায় তিনি Orion Pictures কে The Silence of the Lambs তৈরি করার স্বত্ব দিয়ে দেন। Orion Pictures পরিচালক Jonathan Demme কে মুভিটি নির্মানের জন্য আহ্বান করে। Dr. Hannibal Lecter এর চরিত্রের জন্য প্রাথমিকভাবে Gene Hackman এবং Clarice Starling চরিত্রে Michelle Pfeiffer নির্বাচিত করা হয়। শেষ পর্যন্ত পরিচালক Anthony Hopkins এবং Jodie Foster কেই সিলেক্ট করেন। Clarice Starling এর চরিত্রের জন্য ৩০০ জন নামীদামী অভিনেত্রী অ্যাপ্লিক্যান্ট ছিলেন।
ছবির স্ক্রিন প্লে লিখেছিলেন Ted Tally এবং মিউজিক কম্পোজ করেছিলেন Howard Shore.
ট্রেইলার
প্লট
[যারা মুভিটি দেখেন নি,তারা প্লট অংশটুকু স্কিপ করতে পারেন ]
এফ বি আই ট্রেইনী ক্ল্যারিস স্টারলিংকে নরখাদক সিরিয়াল কিলার Baltimore State Hospital for the Criminally Insane এ বন্দী ড. হ্যানিব্যাল লেক্টারের কাছে কিছু তথ্য নেয়ার জন্য পাঠানো হয়। উদ্দেশ্য ছিল,হ্যানিবালের ইনসাইট ব্যবহার করে "Buffalo Bill" নামে আরেক সিরিয়াল কিলারকে পাকড়াও করা। বাফেলো বিল যে কিনা তার নারী ভিকটিমদের হত্যা করে তাদের চামড়া খুলে নেয়। হ্যানিবাল প্রাথমিকভাবে কোন তথ্য দিতে অস্বীকৃতি জানায় এবং এবংসম্পূর্ণ আন্দাজের উপর স্টারলিং এর এফ বি আই তে ঢুকার আগে দুর্বিসহ জীবন সম্পর্কে বর্ননা করতে থাকে। শেষ পর্যন্ত সে এই ক্লু দেয় যে বাফেলো বিলকে পেতে হলে তার একজন প্রাক্তন পেশেন্ট মিস মফেটের সাথে যোগাযোগ করতে হবে।
মিস মফেটের ক্লু ধরে স্টারলিং একটি স্টোর হাউজে এক ব্যক্তির মৃতদেহ খুঁজে পায় কিন্তু লেকটার এই ব্যক্তির মৃত্যুর সাথে তার যোসাজস অস্বীকার করে। Miss Hester Mofet মূলত ছিল একটি অ্যানাগ্রাম-Miss The-Rest-of-Me অর্থাৎ লেক্টার নিজেই ওই বাড়িটি ভাড়া নিয়েছিল।
এর মাঝে বাফেলো বিল তার ষষ্ঠ ভিকটিম মার্কিন সিনেটরের মেয়েকে কিডন্যাপ করে। স্টারলিং তখন লেক্টারকে এই অফার দেয় যে,বাফেলো বিল সম্পর্কে তথ্য প্রদান করলে তার এই বদ্ধ প্রিজন থেকে ট্রান্সফারের ব্যবস্থা করা হবে। লেক্টার তখন স্টারলিংএর সাথে quid pro quo শুরু করে।
অর্থাৎ লেক্টার বাফেলো বিল সম্পর্কে তথ্য দিবে যদি না স্টারলিং তার নিজের দুঃসহ শৈশব সম্পর্কে স্টারলিংকে বলে।
লেক্টার বাফেলো বিল সম্পর্কে বাকি তথ্য স্বয়ং সিনেটরের সম্মুখে বলার বায়না ধরলে তাকে মেম্ফিসে নিয়ে যাওয়া হয়। স্টারলিং Tennessee courthouse এ গিয়ে লেক্টারের সাথে দেখা করে। লেক্টার তাকে বাফেলো বিলের উপর কেইস ফাইলগুলো ফেরত দেয় এবং ওখানকার গার্ডরা স্টারলিংকে জোরপূর্বক ওই সেল পরিত্যাগ করতে বাধ্য করে। কিছুক্ষণ পর লেক্টার ওই সেলের পাহারারত দুই গার্ডকে খুন করে এবং অবিশ্বাস্য রকমের কারসাজি খাটিয়ে পুরো স্কোয়াডকে ধোঁকা দেয় এবং পালিয়ে যায়।
কেইস ফাইল থেকে স্টারলিং ধারণা করতে পারে যে,বাফেলো বিল তার ফার্স্ট ভিক্টিমকে চিনত। স্টার্লিং ওই ভিক্টিমের বাড়িতে ভিজিট করে এবং আবিস্কার করে যে বাফেলো বিল মূলত একজন টেইলর,কারণ ভিক্টিমদের গা থেকে চামড়া কাটার স্টাইলের সাথে মেয়েদের পোশাকের সাথে মিলে যায়। অর্থাৎ Transvestise বাফেলো বিল মেয়েদের চামড়া কেটে তা দিয়ে "woman suit" বানানোর চেষ্টা করছে। স্টারলিং ওই ভিক্টিমের এক বান্ধবীর সাথে কথা বলে Jack Gordon নামে এক লোকের কথা জানতে পারে এবং তল্লাশীর জন্য প্রস্তুত হয়।
এদিকে স্টারলিংএর বস হাসপাতালের আর্কাইভ থেকে লেক্টারের প্রাক্তন পেশেন্ট Jame Gumb নামে একজন লোকের সন্ধান পায় এবং ইলিনয়েসে তার বাড়ি মনে করে সেখানে তল্লাশী চালানোর ডিসিশন নেয়।
কিন্তু স্টারলিং বুঝতে পারে যে এই Jame Gumb ই হল Jack Gordon এবং সে এখানেই লুকিয়ে আছে। Jack Gordon বাড়িতে তল্লাশী চালিয়ে সে সিনেটরের মেয়েকে উদ্ধার করে এবং বাফেলো বিলকে গুলি করে হত্যা করে।
স্বকীয়তা
মূলত Anthony Hopkins এবং Jodie Foster এর চোখ ধাঁধানো অভিনয়,Thomas Harris এর দুর্দান্ত কাহিনী,Ted Tally এর শক্তিশালী স্ক্রিন প্লে এবং Jonathan Demmeএর পরিচালনায় সুচারু মুন্সিয়ানা ছবিটিকে কালজয়ী করেছে।
Anthony Hopkins
এই ছবিতে হপকিন্সের স্ক্রিন টাইম ছিল ১৬ মিনিট সর্বসাকুল্যে,কিন্তু এই ষোল মিনিটে তিনি যা করে দেখিয়েছেন তা ভাষায় অপ্রকাশিত। এটি এখন পর্যন্ত সবচেয়ে কম সময় অভিনয় করে অস্কার (শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে) জয়ের রেকর্ড।
হপকিন্সের অভিনয় দেখে মনে হয়েছে যে শুধু এই মুভিতে অভিনয় করার জন্যই তিনি অভিনেতা হয়ে জন্মেছেন। এত অপূর্ব ডায়লগ থ্রোয়িং,ফেশিয়াল এক্সপ্রেশন এবং নেতিবাচক ব্যক্তিত্বের কম্বিনেশন খুব কম মুভিতেই পাওয়া যায়।
Jodie Foster
প্রথমেই বলেছি যে তিনি ৩০০ জন অভিনেত্রীর মধ্যে সিলেক্টেড হয়েছিলেন,যার মধ্যে Geena Davis, Melanie Griffith, Meg Ryan এরা পর্যন্ত ছিলেন। একজন জীবনের সাথে সংগ্রামী নারী যার শৈশব-কৈশোর কেটেছে চরম বিপাকে,অথচ জীবনে প্রতিষ্ঠালাভের আশা যাকে খুঁজে ফিরে এমন একটি চ্যালেঞ্জিং ক্যারেক্টারে জুডি ছিলেন সম্পূর্ণ সাবলীল। ওয়েস্ট ভার্জিনিয়ার একসেন্ট,ক্যারিয়ারের পদে পদে নারী হিসেবে বিপত্তি থেকে উত্তরণ,চরম বিশ্লেষণী অথচ ব্যক্তিত্বময় চরিত্র এজেন্ট স্টারলিংকে ফুটিয়ে তুলেছেন শতভাগ।
Thomas Harris
মূল উপন্যাসটা পড়ার সৌভাগ্য হয় নি। তবে ছবির রানটাইম ১১৮ মিনিটে উত্তেজনা এক মিনিটের জন্যই থেমে থাকে নি,কারণ একটাই-অসাধারণ বুনিয়াদের একটি গল্প। সাসপেন্স যার মুহুর্তে মুহুর্তে,রহস্য যার বাঁকে বাঁকে। থ্রিলারের উদাহরণ হিসেবে এটিকে শীর্ষাসনেই রাখতে হবে।
Ted Tally
লেক্টারের প্রতিটি ডায়লগ ছিল একেকটি অ্যাড্রেনালিন রাশ।
কয়েকটি উদাহরণ দেয়া যেতে পারে...
"Memory, Agent Starling, is what I have instead of a view."
"Oh, Agent Starling, do you think you can dissect me with this blunt little tool?"
"A census taker once tried to test me. I ate his liver with some fava beans and a nice Chi-an-ti."
"A fledgling killer's first effort at - transformation."
"Quid pro quo. I tell you things, you tell me things."
"Brave Clarice. You will let me know when those lambs stop screaming, won't you?"
Jonathan Demme
ডেমের জীবনের সেরা কাজ নিঃসন্দেহে। দারুণ ডিরেকশন,বাস্তব অথচ ভয়ংকর শ্যুটিং স্পট এবং সেট,ক্যামেরার কাজ- এককথায় অতুলনীয়।
নামকরণ
স্টারলিংকে ছোটবেলায় কিছুদিনের জন্য একটি ফার্মে থাকতে হয়েছিল। রাতের বেলায় প্রায়ই পিতৃমাতৃহীন স্টারলিংএর ঘুম ওই ফার্মের ভেড়ার চিৎকারে ভেঙ্গে যেত। একদিন সে ভীষণ ভয় পেয়ে যায় এবং দেখে যে ভেড়াদের জবাই করা হচ্ছে।
সে তখন একটি ভেড়া নিয়ে পালিয়ে যায়। এই দমবন্ধ করা পরিবেশ থেকে সে ছুটে যেতে থাকে অজানার দিকে যার কোন ঠিকানা নেই। এরপর থেকে প্রায়ই রাতের বেলা তার ঘুম ভেঙ্গে যেত।
মূলত স্টারলিংএর বিষাদময় অতীতের প্রভাব তার জীবনে যে শুন্যতার সৃষ্টি করেছিল,তার একটি শৈল্পিক উপস্থাপনের জন্যই এই নামকরণ। এক পর্যায়ে লেক্টার ক্ল্যারিসকে বলে,
Lecter: You still wake up sometimes, don't you, wake up in the dark, and hear the screaming of the lambs?
Clarice: Yes.
Lecter: And you think if you save poor Catherine you could make them stop, don't you? You think if Catherine lives you won't wake up in the dark ever again to that awful screaming of the lambs.
Clarice: I don't know. I don't know.
পুরস্কার
ছবিটি Best Picture, Best Actress (Foster), Best Actor (Hopkins), Best Director (Demme) and Best Adapted Screenplay (Ted Tally) এই পাঁচটি বিভাগে অস্কার জিতে নেয়।
এছাড়া পরিচালক ডেম 41st Berlin International Film Festival এ Silver Bear for Best Director পান। জুডি ফস্টার Golden Globe Award,BAFTA Award এবং অ্যান্থনি হপকিন্স BAFTA Award জিতেন।
এটা সেই রেয়ার তিনটা মুভির একটা, যেটা ৫টা মেজর অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে। অন্য দুইটা হলো, It Happened One Night (1934) আর One Flew Over the Cuckoo's Nest (1975).
American Film Institute এর র্যাঙ্কিং অনুযায়ী-
AFI's 100 Years... 100 Movies— ৬৫ তম
AFI's 100 Years... 100 Thrills— পঞ্চম
AFI's 100 Years... 100 Heroes and Villains:
Dr. Hannibal Lecter— Villain : প্রথম
Clarice Starling— Hero : ষষ্ঠ
ডাউনলোড লিঙ্ক
মিডিয়াফায়ার থেকে
View this link
View this link
View this link
View this link
View this link
View this link
View this link
স্টেজভু থেকে
টরেন্ট থেকে
The Silence of the Lambs নভেলের ডাউনলোড লিঙ্ক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।