আমাদের কথা খুঁজে নিন

   

বস্ত্র-বালিকা

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। সারি সারি হেটে যাও কুয়াশার পথে বস্ত্র-বালিকা তুমি; শীতের বাতাসে শিহরণ তুলে যায়; তব আঁচলেতে শিশিরের কণা জমে, ভোরের আকাশে বেতস ফলের মতো ধুসর চাহনী; তপনের ঘোলা চোখ দৃষ্টি হারায় চন্দ্রালোকের পথে; জীবন কাহিনী ঘুর্ণায়মান , বার বার আসে যায়। করস্পর্শের কৌশলে লাবন্যময় পরিচ্ছদে রাঙাও আমার দেহ ; অথচ, জীবন-ধারা ঘণ অয়োময় আঁধারে নিমজ্জিত দেখেনা যে কেহ। বস্ত্র-বলিকা! মম হৃদি আকুলতা ঢের ঝরে কারুণ্যে, ভগ্নী, হে মাতা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।