হারিয়ে গেছি হারিয়ে গেছি হারিয়ে গেছি ওরে, হারিয়ে গেছি অন্ধরাতে শিশির ভেজা ভোরে । হারিয়ে গেছি ভোরের আলোয় আজকে সারা দিন, হারিয়ে গেছি রাতের কালোয় বাজছে সাপের বীণ। হারিয়ে গেছি রক্ত লালে হারিয়ে গেছি ভাই, হারিয়ে গেছি শূন্য মাঝে আর যে আমি নাই । এখন কয়েকটা ছোপছাপ দিলেই ছবি আকা হইয়া যায় । যে যত হিজিবিজি ভাবে রঙ মিশাইবো তার ছবি তত হিট ।
সৃষ্টির প্রথম ছবিটা হয়তো কেউ সমুদ্র বা মরুভূমির বালুকনায় একেছিল। মানুষ প্রথম ছবি আঁকার ধারনা যে কোথায় পেয়েছিল কে জানে। সেটা কি ছিল ভালবাসার, নাকি হিংসা-ক্রোধ এর ছবি ? খুব জানতে ইচ্ছে করে ।
কিছু কিছু জিনিশ আছে যা কখনো জানা যায় না , যেমনি ভাবে আমাদের উত্তরাধীকারীরা হাজার বছর পরে আমাদের সম্পর্কে জানতে পারবে না।
ছবি আঁকতে তুলি, ব্রাশ ,হাত ,কালির ছিটা এরকম কত যে পদ্ধতি ব্যবহার করা হয় তার ইয়ত্তা নেই।
হাতিরাও দখি ছবি আকতে হাত পাকিয়ে ফেলেছে,ভুল হয়ে গেল শুঁড় পাকাতে শুরু করেছে । তাই আমি আমার পিসির মাউসটাও একটু পাকিয়ে নিলাম । পুরো ছবি মাউসের কার্সর ঘুরিয়ে ঘুরিয়েএঁকেছি।
দেখুন
ছবিটা কি থিমের উপর এঁকেছি কেউ কি বলতে পারবেন ?
**ছবি সুন্দর না হলেও গাইল দেয়া শোভনীয় নয়। বরং উৎসাহ দিতে হইবেক।
** ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।