আমাদের কথা খুঁজে নিন

   

ভেতর-বাহির

গলা উঁচু করে আমরা বলি ধ্বসে পড়বে সমস্ত শোষণের স্তম্ভ আকাশ জুড়ে উঠবে সুন্দর চাঁদ কিন্তু শোষণের স্তম্ভে বসত গড়ি; নবজাতক শিশুদের আমরা টিকা দিই এই মনুষ্য সভ্যতা যাতে অন্ধ ও বিকলাঙ্গ না হয় কিন্তু ক্ষুধা নামক এক ব্যধি অন্ধ ও বিকলাঙ্গ করে রাখে আমাদের; প্রেমালাপে আমরা বলি শরীর নয়, সুন্দর মনই আকর্ষণীয় কিন্তু আমাদের চোখ আবদ্ধ শরীরের কারুকার্যে; সারাক্ষণ আমরা এই শ্লোক আওড়াই : সবই নশ্বর, একমাত্র টাকাই অমর কিন্তু কবিতার জয়গানে মুগ্ধ; উম্মাদের মত আমরা উৎপাদন করি ভারী শেকল কিন্তু অজস্র প্রজাপতি উৎসর্গ করি প্রতিবেশীর উদ্দেশ্যে; আমাদের ভেতরে বাজে স্বৈরতন্ত্রের গান কিন্তু গণতন্ত্রের পক্ষে শ্লোগান দিই; বেশ গর্ব করে সর্বত্র আমরা মানবিকতা ও ভ্রাতৃত্বের কথা বলি কিন্তু মনে মনে ভাবি কী করে সবাইকে পেছনে ফেলে ওঠা যায় সিড়ির চূড়ায়; নিজের চোখ বাদে প্রত্যেকের চোখে অঝোর ধারায় বয়ে যেতে দেখি কুটিল প্রবঞ্চক সীমাহীন অন্ধকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।