আমাদের কথা খুঁজে নিন

   

নাম্বার ওয়ান সাকিব আল হাসান!!!

গত এপ্রিলে প্রায় সোয়া দুই বছর পর হারিয়েছিলেন ওয়ানডের সেরা অলরাউন্ডারের মুকুট। ছয় মাসের মধ্যেই হারানো সেই মুকুট ফিরে এল সাকিব আল হাসানের মাথায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সই শেন ওয়াটসনকে দুইয়ে ঠেলে দিয়েছে। ব্যাটিংয়ে ৭৯ গড়ে ৭৯ রান এবং বোলিংয়ে ১৬ গড়ে ৬ উইকেট নিয়েই আবারও শীর্ষে ফেরাটা নিশ্চিত করেছেন সাকিব। কাল প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সাকিব আছেন পাঁচে।

বোলিংয়ে টেস্ট ও ওয়ানডে দুই তালিকারই শীর্ষ দশে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, টেস্টে আটে ও ওয়ানডেতে নয়ে। ব্যাটিংয়ে দুই তালিকাতেই বাংলাদেশের সেরা দুজন আছেন ২১ নম্বরে, টেস্টে তামিম ও ওয়ানডেতে সাকিব। ইংল্যান্ডের গ্রায়েম সোয়ানকে সরিয়ে ওয়ানডের সেরা বোলার হয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল। ফলে টেস্ট ও ওয়ানডের ব্যাটিং-বোলিং চার বিভাগের এক নম্বর জায়গা চলে গেল দক্ষিণ আফ্রিকানদের দখলে। মরকেলকে ছাড়াও হাশিম আমলা (ওয়ানডে ব্যাটিং), জ্যাক ক্যালিস (টেস্ট ব্যাটিং) ও ডেল স্টেইনের (টেস্ট বোলিং) দখলেই এখন এক নম্বর স্থানগুলো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।