আমাদের কথা খুঁজে নিন

   

।। রূপকল্প : ২০২১ ।।

বাঙলা কবিতা ____________________ লিবিয়ান বন্ধুদের উদ্দেশ্যে একটি রচনা ____________________ টানা দশ বছর নিদ্রা যাওয়াই উচিত হয়েছিলো, আমার। কিন্তু, এ কী! কপালের নিচে দগদগে একজোড়া ক্ষত; টনটনে রোদের এই তপ্ত-মরুবালুকায় অশ্রু ঢেলে ঢেলে প্রতিটি বালু-ঢিবি ভিজিয়ে তুলতে তুলতে কী খুঁজছো তোমরা, বন্ধুরা আমার? নিওলিথিকদের মতই লাগছে তোমাদেরকে! অথবা তোমরা কি সেই রাখাল-গোত্র যাদের প্রিয় মেষ-শাবকটি প্রায়শঃই হারিয়ে যেতো? তোমাদের পদভারে সরে যাওয়া প্রতিটি বালুরেণুতে শুনতে পাচ্ছি এক ছন্দিত ঝংকার : ওমর মুখতার! বন্ধুরা, এক শ' চল্লিশ গোত্রের মানুষ এক কাফেলায়, বড়ই অভূতপূর্ব এই দৃশ্য! অথচ কিসের এই অনুসন্ধান? আবারও কি খুঁজে ফেরো তাকে? মাত্র এক দশক আগেই, বিপুল বিস্তৃত এই পশ্চিম মরুভূমির কোনও এক অজ্ঞাত স্থানে তোমাদের স্বপ্ন, স্বাধীনতা আর মুক্তিকে... পুঁতে ফেলেছিলে তোমরা; (শুনেছি, ধর্মীয় কায়দায়!) সম্ভবত, জাঘবাবে; জালুতেও অসম্ভব নয়। বন্ধুরা, মনে পড়ে? __________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।