মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! সময় দিবো দিবো বলেও পাইনি সময় হাতে
এখন আমার অনেক সময় দিনে কিংবা রাতে;
চারুলতা,বলেছিলো তোমার থেকে চাকরীটাই বেশি আমার প্রিয়
এখন আমার অনেক সময় লাগলে কিছু নিও।
এমন করে কেন হায়!
এমন কেন হল;
চাকরী আমার যায়নি চলে
কোম্পানীটাই বন্ধ হয়ে গেল।
এবারও হল না মনের মত করে এই ঈদটা উদযাপন। গত ঈদে বাবা-মা ছাড়া আর কাউকে কিছু দিতে পারিনি। ভেবেছিলাম ছোটবোন আর বড়বোনকে এই বার কিছু কিনে দিব।
না এবার হল না। ভাগ্যের ছিকেটা সবার বেলায় যে সঠিক সময়ে ছিড়ে না।
চারুলতাকে হারিয়েছি এই চাকরীর জন্য। চাকরী আমি পেয়েছি ঠিকই;তবে চারুলতাকে হারিয়ে।
মাত্র দশদিন পড় ঈদ।
এমন অবেলায় আবার কোথায় চাকুরী পাব।
বারবার মনে হচ্ছে রিমোট চেঁপে ঈদটাকে পিছনে টেনে আনি।
চারুলতা জানি সুখেই আছো,
বড় বনেদী ঘরে;
এখনও আমি দৌড়ে বেড়াই
বেকারত্বের ডরে।
এইবার আমি নতুন করে হয়েছি আবার বেকার,
পেয়েছি খুজে এই ব্লগবাড়ী অনেক অনেক ব্লগার;
সময় আমার যাচ্ছে ভাল কেটে,
ইতি আমি টানবো দেখো বেকারত্বের পাঠে।
ভাল থেকো চারুলতা...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।