আমাদের কথা খুঁজে নিন

   

ভীত সন্ত্রস্ত

"অ্যাবসার্ড" আজকে এক অন্ধ লোককে মসজিদ পর্যন্ত নিয়ে গেলাম।সন্ধ্যার সময় খালার বাসা থেকে বের হওয়ার সাথে সাথে এক লোক আমাকে ধরে বলল, "ভাই আমাকে একটু মসজিদ পর্যন্ত পৌঁছে দেন, এশার নামাজ পড়ব।" প্রথমে একটু ভয় পাইসিলাম। যে যুগ পরসে, কোন চিপায় নিয়া ছুরি বাইর করে কে জানে। যাইহোক লোকটাকে দেখে মায়া লাগলো। হাতে ধরে নিয়ে গেলাম মসজিদে....আর মনে মনে ভাবলাম, আমরা যারা সব সময় বড় বড় কথা বলি, তারা কি এই ছোট ছোট সামাজিক দায়িত্ব গুলা পালন করি??? আজ কাওকে রাস্তা পার করে দিতে আমাদের কেন ভয় লাগে?? কেন কোন অসহায় কে সাহায্য করতে আমরা দ্বিধাগ্রস্ত হই?? কেন প্রথমে আমাদের মনে এই কথা আসে, যে লোক টা আমার কোন ক্ষতি করবে নাতো???? যাইহোক, আজ অন্ধ লোকটাকে সাহায্য করে অনেক শান্তি লাগতেসে।তাই শেয়ার করলাম।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।