আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার । ৭১'র চ্যানেলে আল্লামা শফির বক্তব্যের চুলচেরা বিশ্লেষন চলছে । সবাই নারী নেত্রী বা নারী বিশেষজ্ঞ । কেউই ধর্ম বিশেষজ্ঞ নয়। আল্লামা শফি ইসলামি মুল্যবোধ অনুসরণ করে ইসলামে নারীদের পর্দার ব্যাপারে যে বক্তব্য রেখেছিলেন, তা হয়ত তার শব্দ চয়নের জন্য শুনতে অনেকের কাছে অসভ্য বা আধুনিক যুগের পরিপন্থি বলে মনে হতে পারে । কিন্তু এর মানে এই নয় যে ইসলাম নারীদেরকে পরপুরুষের সাথে অবাধ মেলামেশা করার অনুমতি দিয়েছে । আল্লামা শফি কথা শুনতে খারাপ লাগলেও তার বক্তব্যের সাথে যে বাস্তবতার বড় মিল । সবাইকে অনুরোধ করব আল্লামা শফির বক্তব্যের মুলবক্তব্য বুঝার জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।