আমাদের কথা খুঁজে নিন

   

মেঘবালিকা-১৩

যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!! শরৎ-এর কাশফুলেরা দুলে বাতাসের অবিরত বিরক্তিতে আশ্বিনের দূষর মেঘেরা জন্ম দেয় একটি কালো সন্ধের শূন্যতারা ঘিরোধরে কবির মন,মুক্তির ছটফটানি ভালোবাসায় বুকের সবুজ ক্যানভাস ঢেকে যায় অশ্রুর চাঁদরে। তোমাদের বসতি পৃথিবী ও প্রেমে জীবনে সারদিয় জিলিপির প্যাচ, ভাবছো খেয়ালে বাজে বকছি আমি । সেদিন রোদের উৎসবে তোমাদের একচিলতে ফাকা উঠোনে চলছিলো ঝির-ঝির বৃষ্টির নিজুম অবিচার কালরাতে তোমাদের ঘরের চালে দেখেছি হু হু করে কাঁদছে কপোত যুগল একটা ডানা বাঙগা শালিক কে আছরে পরতে দেখেছি তোমাদের সদর দড়জায়। চোখের জল গুলো আজকাল নদী হতে চায় আশাঢ়ের বান হতে চায় কখনো কখনো মাঝরাতে বোকের চিন-চিন শব্দে ঘোম বেঙেগ যায় আমার,নিয়ত তাই সবকিছু ভুলেযাওয়া বিস্মৃত খেয়ালের অবসাদে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।