কখনও মানি নাই আমি একাকী, জেগে আছি এক একাকী অরণ্যে। যেখানে কেউ নাই , আছে শুধু মাহুতের চোখে ভেসে থাকা পর্যটন, হাতির শুঁড়ে একা ,একা একা জেগে থাকা সব জোনাকী। কথা রেখেছি আমি ,জোনাকী। আমি জেনেছি তোমার সত্য পরিচয়(তেমনি আমারো), একাকী অরণ্যে, আমার পকেট পার্সে , আমার হৃদয়ে, তোমাকে ঢেকে রেখেছি জোনাকী। কথা রেখেছি জোনাকী, আমি একাকী। জেনেছি তোমাকে এই অন্ধকার অরণ্যে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।