আমাদের কথা খুঁজে নিন

   

নন-ক্যাডার পদে নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. আলী নূর বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নন-ক্যাডার পদে শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে বিশেষ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। “এর মধ্য দিয়ে শুধু মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটায় নিয়োগ দেয়া হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।” পিএসরি ওয়েবসাইটে নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ওই বিশেষ বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে দেখা যায়, ২৬টি ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটায় ২০৭ জনকে নিয়োগ দেয়া হবে। বর্তমানে দেশে পাঁচ শতাংশ কোটা রাখা হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য। প্রতিবন্ধী এক শতাংশ, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ও জেলা কোটা ১০ শতাংশ করে। সব মিলিয়ে কোটার জন্য বরাদ্দ ৫৬ শতাংশ। ফলে এর কোনো শ্রেণিতে যারা পড়েন না, তাদের প্রতিযোগিতা করতে হচ্ছে বাকি ৪৪ শতাংশের জন্য।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।