আমাদের কথা খুঁজে নিন

   

ফিল্মের তত্ত্বকথা । স্ক্রিপ্ট লেখনের কায়দা কানুন

ফিল্মের অন্যতম গুরুত্বপুর্ন বিষয় হইলো চিত্রনাট্য বা স্ক্রিপ্ট। ক্যামেরার চোখ দিয়া কি দেখা যাবে সেইটা কাগজে লেইখা রাখা। তো, সেই স্ক্রিপ্ট লেখনেরও কিছু কায়দা কানুন আছে; ফিল্ম নিয়া পড়ায় এমন বিশ্ববিদ্যালয়গুলাতে পড়ানো হয় সেইগুলা। ফিল্মের এইসব তত্ত্বিয় বিষয়গুলার উপরে ক্লাস নিবেন অধ্যাপক ড সাজেদুল আউয়াল, স্ট্যামফোর্ড ইনভার্সিটির ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান তিনি। ক্লাস নিবেন আইইউবি এর ফিল্মের শিক্ষক ড জাকির হোসেন রাজু।

আর এই সব বিষয়ের উপর টেক্সট সরবরাহ করবে ম্যুভিয়ানা্র লোকজন। দুস্প্রাপ্য স্ক্রিপ্ট, ছবি আর ছায়াছবি প্রোভাইড এবং প্রজেকশন করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ফিল্ম রিভিউ বা সমালোচনা করনের নিয়মগুলা শিখাবেন শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ। মোট আঠারোটা ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে এইভাবে আঠারোটা ক্লাস করানো হবে, ক্লাস নিবেন সেই সেই বিষয়ের উপর অভিজ্ঞরা। ক্লাস শুরু হবে ২৮ অক্টোবর থেকা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতি শুক্র আর শনিবার বিকাল ৩টা থেকা ৭টা পর্যন্ত।

কোর্স ফি ১০০০ টাকা, শাহবাগের আজিজ মার্কেটের দোতালায় ম্যুভিয়ানার কার্যালয়ে নিবন্ধন করতে হবে। আগ্রহীদের অনুরোধে নিবন্ধনের সময়সীমা ২৬শে অক্টোবর পর্যন্ত বাড়ানো গেলো। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।