আমাদের কথা খুঁজে নিন

   

এস বয় (s boy..... আমি প্রেমে পড়লাম, কিন্তু প্রেম কি?

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই Juliet: O Romeo, Romeo, wherefore art thou Romeo? Deny thy father and refuse thy name, or if thou wilt not, be but sworn my love, and I'll no longer be a Capulet. Romeo: Shall I hear more, or shall I speak at this? .................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................''talk, nuha'' প্যাট্রিক চাপা গলায় বলল। হটাৎ করে অপ্রস্তুত হয়ে পড়ল নুহা, চোখদুটো আর এখন দেখা যাচ্ছে না। ...................................................................................................... বাসায় ফেরার পথে প্যাট্রিক পাশে বসল, ''What happend to you that time?'' Pattric said ''nothing worst than usual, I guess.'' nuha replied ''are you ok?'' yea, pretty much অন্যদিকে তাকিয়ে রইল সারাটা সময় নুহা। কথা বলতে ভালো লাগছিলো না। সেই সময় অভিনয়ে ভুল করার পর থেকেই কেমন যেনো লাগছে।

আজ সারাটা দিন শুধু একটা চোখ খুজে বেরাচ্ছে সে, কোনো মানে হয় এর?প্রথম দেখাতে ভালোবাসা নাকি? আর কত সুন্দর চোখ সে দেখেছে, কিন্তু এই চোখ দেখে কি হয়ে গেলো। আর প্রেম কি এমন নাকি?কে জানে! ফোনে এভিনির সাথে কথা বলতে বলতে হটাৎ মনে পড়ল ছেলেটে এভিনির পাশে বসেছিল, জানতে চাইল কে। এভিনি কিছুক্ষন হাসল, লজ্জা লাগল ঐ হাসি শুনে নুহার। না জানি কি ভাবছে, এভিনি। ''তুমি কি চেনো ওকে'' এভিনি বলল ''না''নুহার কিছুটা চিন্তিত ভাবে বলল ''ও, তাহলে কেনো জানতে চাইলে?'' ''এমনি'' নুহা প্রসঙ্গ পাল্টাতে চাইল ''ওকে আমি চিনি, খুব ভালো বন্ধু আমার ও, ও কিন্তু এখানে মাইগ্রেন্ট করেছে, আর ও ইউরোপ থেকে এসেছে।

থাকে পাসাডেনায়, ওর ফ্যামিলির সাথে, আর কিছু?'' হাসির সুর এভিনির গলায় ''আমি শুধু নাম জানতে চাইছিলাম''নুহা কিছুটা বিব্রত। ''ওর নাম সৌমিক'' বলল এভিনি। হটাৎ করে থেমে গেলো সব, মনে হল সারা পৃথিবিটা থমকে দাড়াল, কিছু বৈচিত্র পেল নামটায় আর কিছু চেনা সুর। এমন কেউ এ নামের দাবী করত, এমন কেউকে জানে সে যে এই নামটা ওর মুখ থেকে শুনতে চাইত। ''কি হল'' এভিনি অবাক গলায় বলল।

''ঠিক আছে, পরে কথা হবে'' এভিনিকে কোনো সুজোগ না দিয়েই ফোনটা রাখল নুহা। জেগে আছিস, বাবার গলা শুনল নুহা। দরজা খুলে বলল সে, ''আমি কি এমন সময় ঘুমাই? বাবা, তুমি আমাকে হাসালে'' বলে হেসে দিলো সে। ''তোর ড্রাইভিং এর টিচার এর সাথে কথা হয়েছে, তোকে কাল যেতে বলেছে'' বাবা বলল। আমি তো ভাবছিলাম আগামি বছর চেষ্টা করব, নুহা শান্ত কন্ঠে জানাল।

''তোর মার সাথে কথা বলে ঠিক করেছি, চিন্তা করিস না, আমরা তোকে বিশ্বাস করি। যাই হোক তোর বন্ধুরা বসে আছে স্কেটিং ফিল্ডে, যা ওদের সাথে কথা বল। ''বাবা বল। ''আগে বলবে না'' দৌড়ালো বলতে বলতে নুহা। আবার সেই চোখ, এবারের পার্থক্য পুরো মানুষটাকেই দেখল নুহা, স্টেজ থেকে যখন তাকিয়েছিল তখন দেখা হয়নি তৃপ্তিতে! ''তুমি আমাকে ভালোবাসো তা জানি, কিন্তু আজ আমার সব ভালোবাসা আর হৃদয় তোমাকে দিতে আসলাম, নেবে?'' সৌমিক একনাগারে বলল নুহার হতভম্ব মুখের উপর।

''Do you wanna go prom & homecoming dance With me? Will you be my date & girl forever as far as I can see from here?'' soumik said with love in his voice. '' So, you're the one calling me for.........'' nuha ''yes you highness, will you say 'I do agree to be your date & girl Nuha'' soumic. ''বলে ফেলো'' এভিনি বলল, এক মুখ যা দেখে মনে হবে গোলাপ তার সব লাল দিয়ে ফেলেছে, সে মুখ নিয়ে হ্যা বলল নুহা। আর সাথে সাথেই শিষ আর কোলাহলে ভরে গেলো চারদিক, শুধু নুহা তাকিয়ে আছে দুস্টুমিতে ভরা ঐ দুই চোখ, যা দেখে তার মনে ঝড় উঠল, শান্ত হবে পাশাপাশি এলে। ...................................................................................................... নুহা অপলক চাইল, অভিভুত হয়ে পড়ল সে। কি মায়াময় চাহনি কাছে টানল তাকে, পারল না সরাতে। ''চল সুন্দরী, তুমি না গেলে হোমকামিং মাটি হবে, আর ওরা রানীবিহিন রাজ্যে রাজা কষ্ট ভোগ করবে '' সৌমিক বলল।

''মনযোগ সামনে দাও, বুঝলে'' হাসল নুহা ''আচ্ছা, আমি যদি রাজা না হই, তাহলে কার সাথে থকবে তুমি, আমার পাশে, না ঐ হোমকামিং এর রাজার পাশে?'' বলল সৌমিক। ''তোমার পাশে, আর তুমি রাজা না হলে আমার রানী হয়ে কাজ নেই'' বলে সৌমিক এর হাতে হাত রাখল নুহা। (সমাপ্ত) এটা এস বয় (s boy) এর শেষ পর্ব! ভালো থাকুন! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।