আমাদের কথা খুঁজে নিন

   

শীতঘুমের কবিতা (যারা শীতের স্পর্শ টের পেতে শুরু করেছেন,তাদের জন্য)

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক সারাদিনের ক্লান্ত মাথাটা বালিশে রাখবে যখন, একমুঠো ভালোবাসা চুপিচুপি ঠাই করে নেবে তোমার চুলে আলতো স্পর্শে তোমাকে জানিয়ে দেবে কতটা ভালোবেসে ঝরে গেছি আমি এই বিবর্ন শীতের সকালে শিশিরে ধুয়ে যাবে প্রজাপতির সব রঙ মন খারাপের দিনে রঙহীন ডানায় মুখ লুকিয়ে কেঁদে যাওয়া সারাবেলা পথভুল করে পথিক, নেমে যাবে মেঠোপথে ভেজা ঘাসে পা ভিজে গেলে সে এক অনাহূত ঝামেলা শীত পেরিয়ে বসন্ত এলেই জানি পাখির ডাকে তোমার ঘুম ভাঙবে মিঠে রোদের উষ্ণতায়, কতটা সময় পেরিয়ে গেছে বুঝে নেবে ভালোবাসা ফুরিয়ে গেলে আবার আমাকে খোঁজার ব্যাকুলতায়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।