একটা বাঁদর একটা উঁচু গাচচর ডালে বসে লক্ষ্য করল কয়েক জন জেলে নদীতে জাল ফেলছে। খুটিঁয়ে খুটিঁয়ে সে দেখতে লাগল তারা কেমন করে জাল ফেলে। কিছুক্ষণ পর মাছ ধরা হয়ে গেলে জেলরা নদীর ধারে জালটাকে রেখে পাড়ে উঠল খাবার খেতে। সুযোগ বুঝে বাঁদর গাছ থেকে নেমে পড়ল জেলেদের নকল করার চেষ্টা করবে বলে। জলেদের নকল করে জাল ফলতে গিয়ে সে জালের মধ্যে আটকা পড়ল। এমন ভাবে সে জালের মধ্যে জড়িয়ে গেল যে সে খেতে খেতে প্রাণ যাবার উপক্রম। সে তখন চেঁচাতে লাগল- 'আমি বাঁদর বলে কথা, মাছ ধরার কি জানি! জাল ফেলারই বা দরকারটা কি ছিল! কজেই শাস্তি যা পাবার আমি ঠিক পেয়েছি।' ক্ষমতার বাইরে হাত বাড়ালে বিপদ অবশ্যই হতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।