আমাদের কথা খুঁজে নিন

   

কত মানুষ মারলে, কত ধর্ষণ করলে আর কত ঘরে অগ্নি সংযোগ করলে তারা স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী হবেন?

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি সম্প্রতি বেগম খালেদা জিয়া বিভিন্ন জনসভায় যুদ্ধাপরাধের দায়ে আটক মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেন। গত মঙ্গলবার ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চ কর্মসূচীতে গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইলের ভূঞাপুর, সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভা এবং বগুড়ায় অনুষ্ঠিত জনসভায় খালেদা জিয়া বক্তৃতা করেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট এ রোডমার্চ কর্মসূচী পালন করছে। পথসভাগুলোতে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বলেছেন, বিচারের নামে প্রহসন চলছে। সরকারবিরোধী চারদলীয় রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জের পথসভায় জামায়াতের নেতাকর্মীরা যুদ্ধাপরাধের অভিযোগে আটক মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোঃ মুজাহিদের প্রতিকৃতি নিয়ে পথসভায় যোগ দেন। এ সময় তারা নিজামী ও মুজাহিদের মুক্তি দাবি করে সেস্নাগান দেন। যাদের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী কার্যকলাপ ও যুদ্ধের সময় নিরীহ মানুষ হত্যা, ধর্ষণ ও গৃহে অগ্নি সংযোগের অকাট্য প্রামাণ রয়েছে। তাহলে কত মানুষ মারলে, কত ধর্ষণ করলে আর কত ঘরে অগ্নি সংযোগ করলে তারা স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী হবেন? প্রশ্ন খালেদা জিয়ার কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।