আমাদের কথা খুঁজে নিন

   

আজ মহাকবি জীবনানন্দ দাশের ৫৭তম মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করছি।

http://www.facebook.com/Kobitar.Khata জীবনানন্দ দাশ এমন এক কবি যার সাথে অন্য কোন কবির কোন মিল নাই। শুধু কবিতার ভাষা দিয়েই এই কবিকে চিনে নেয়া যায়, উনার প্রায় প্রত্যেকটি কবিতায় প্রকৃতিকে খুঁজে পাওয়া যায়, প্রকৃতির এমন অপরূপ বর্ণনা অন্তত আমি আর কোন কবির কবিতায় দেখিনি। সেই সাথে গভীর দেশ প্রেম। কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি কবিতা... সবাইকে আমার কবিতার খাতায় আমন্ত্রণ কুড়ি বছর পরে – জীবনানন্দ দাশ আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা যদি হয় আবার বছর কুড়ি পরে- হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে- তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে- তখন হলুদ নদী নরম নরম শর কাশ হোগলায়- মাঠের ভিতরে ! অথবা নাইকো ধান ক্ষেতে আর, ব্যস্ততা নাই আর, হাঁসের নীড়ের থেকে খড় পাখির নীড় থেকে খড় ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল ! জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি, কুড়ি, বছরের পার,- তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার ! হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে সরু- সরু- কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরীষের অথবা জামের ঝাউয়ের-আমেরঃ কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে ! জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার- তখন আবার যদি দেখা হয় তোমার আমার ! তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেচা নামে- বাবলার গলির অন্ধকারে অশথের জানালার ফাকে কোথায় লুকায় আপনাকে ! চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে- সোনালি সোনালি চিল- শিশির শিকার করে নিয়ে গেছে তারে- কুড়ি বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।