আমাদের কথা খুঁজে নিন

   

দম ফাটানো হাসির একটি অ্যাড ওয়ারিদের..... আসুন হাসি....

আমি কোনকিছুই সু-ভাবে প্রকাশ করতে পারি না। ওয়ারিদ যুগের অবসান হয়েছে আজ প্রায় ১বছর হয়ে গেলো। আসল এয়ারটেল--- ভালোবাসার টানে পাশে আনতে। সবাই তাদের বিরুদ্ধে অপবাদ দেয় যে, তাদের নেটওয়ার্ক এতই বাজে যে ঘরের ভিতর ঢুকলেই তাদের নেটওয়ার্ক ওয়ার্ক করে না। আরে আপনারা এটাই বুঝলেন না। তারা পাশে আনবে বলতে পাশাপাশি আনতে চাইছে সবাইকে। তাই নেটওয়ার্ক এতই বাজে করে রাখছে যে, আপনারা যাতে মোবাইলে কথা না বলে পাশে বসে কথা বলেন তাই। আসুন দেখি ওয়ারিদ যুগের একটি অ্যাড.... দম ফাটানো হাসির একটি অ্যাড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।