অন্ধ হলে বন্ধ হবে না প্রলয়। ২০০৯ সালের ওয়েস্টইন্ডিজ সফরের সাথে এবারের সফরকে এক করে দেখার কোনও উপায় নেই। কেবলমাত্র রেকর্ডবুক ছাড়া আর বাকি সবখানেই সেই সফরের বাংলাদেশের ফলাফলের কথা আসলে ব্র্যাকেটে ওয়েস্টইন্ডিজের তৃতীয় দলের সাথে খেলার কথা আসবেই। এবং এটাও সত্যি সেই সফরের রেজাল্ট দলীয় সামর্থ্যকে যতটুকু বাড়িয়েছে তার কয়েকগুন বাড়িয়েছে সমর্থকদের প্রত্যাশাকে। তারপরে জিম্বাবুয়েকে তাদের দেশে পরাজিত করে দেশে ফেরা দলটির সামনে তখন বিশ্বকাপে ভালো করাটা অবশ্যপালনীয় বিষয়ে পরিণত করেছিলো।
প্রথমত অবশ্যই সমর্থকদের প্রত্যাশার চাপ এবং ক্রিকেটারদের সামর্থ্যের অতিমুল্যায়ন- এ দুইয়ে মিলে যা হবার তাই হয়েছে। শুক্রবার, ৫৮ রান এবং পুরো দেশে কবরের নিস্তব্দতা নিছক কোন দুর্ঘটনা ছিলোনা।
সিরিজ জিতে নির্ভার হয়ে খেলতে নামা উইন্ডিজকে ৬১ রানে গুটিয়ে দেয়া আমার কাছে তাই সেই ৫৮ রানের চেয়েও বেশী মাহাত্মের যা দলকে আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরিয়ে দিয়েছে যার প্রমাণ নাফিসের রক্তে ভেজা পিচে বুক চিতিয়ে সারাদিন লড়ে যাওয়া। এতদিন বৃষ্টির অপেক্ষায় থাকতাম কিন্তু আজ প্রথমবারের মতো উল্টো অনুভূতি হলো। খেলা না হওয়ায় আয়োজকদের উপড় একহাত(মনেমনে) নিতেও ভুললামনা।
যেকোনো পর্যায়ের ক্রিকেটে বিরতি আমাদের জন্য কখনোই তেমন পয়মন্ত প্রমাণিত হয়নি। সেদিক দিয়ে আজকের বিরতি আমাদের জন্য ভালো হলোনা(আশা করি কাল আমি ভূল প্রমানিত হবো)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।